আলহামদুলিল্লাহ
অনেক বাধা-বিপত্তি, হুমকি-ধমকি, চড়াই-উৎড়াই পেড়িয়ে সংকীর্ণতা উপেক্ষা করে বের হল স্বপ্নের মাসিক বিক্রমপুর।
এবার মাসিক বিক্রমপুরে সিবিএফ এর জাতীয় ও স্থানীয় সদস্যদের প্রভাব ও সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা চাই আগামীতে আমাদের ঈদ সংখ্যাটি আরো সুন্দর মার্জিত, ঝকঝকে-তকতকে হোক আপনাদের সহযোগিতায়। আমি ব্যক্তিগতভাবে অরাজনৈতিক সংগঠনের সাথে জড়িত যার কারণে পত্রিকাটি তার প্রভাব থেকে মুক্ত নয়। যেমন আইএফসি বাংলাদেশ নদী ও পরিবেশ কমিটি ঢাবি শাখার কার্যকরী সদস্য যার জন্য এবারের সংখ্যাটি আমার সেই ভালবাসার প্রতিফলন ঘটছে। সম্পাদকীয়তে আছে নদী বাঁচলে দেশ বাঁচবে। এছাড়া আমি সিবিএফ এর একজন সাধারণ সদস্য হিসেবে দেশ ও ইসলামের বিষয়টি লক্ষ্য রাখতে হয়। দেখা যাক আমাদের সম্ভাবনাময়ী লেখকদের মধ্যে কে কি লেখছেন
১. M M Obidur Rahman - একটি খুন এবং আনিস সাহেবের গোপন স্বীকারোক্তি
২. ডিজিটাল প্রেসিডেন্ট - সাত সিটি নির্বাচনে সরকারের ভরাডুবি ও তত্বাবধায়ক দাবি,
৩. অর্ণব মামুন - সেক্যুলারিজমের বিষাক্ত ছোবলে বিপন্ন বিশ্ব মানবতা,
৪. বাক প্রবাস - আমি বাংগালী ম্যাম,
৫. Sumaiya Barkatullah - নতুন টিচার,
৬. রমজান মাহমুদ - সাংবাদিকতায় নজরুল ও অন্যান্য প্রসঙ্গ
৭. Najrul Babul - ভেজাল,
৮. Sa Ashraful Islam Nirob - ভালবাসা
৯. Bondhu Hobe Amar - ক) লোভের শেষ পরিণতি, খ) ১০ বছর অতক্রম হলেও গজাড়িয়ায় ফূলদি নদীর উপর সেতু নির্মাণ সম্ভব হয়নি।
১০. সাহসী সাংবাদিক - মুন্সিগঞ্জে চায়ের দোকানে অবাধে চলছে অশ্লীল ছবি,
১১. Jmb Sohan - আমার কর্ম,
১২. Kazi Jubair Mahmud - জয়ের নিশান উড়াব মোরা
১৩. উম্মে হাবিবা বিনতে আব্দুল্লাহ - নদী
১৪. Mayabini Jolpori - একটি লেখা
১৫. হৃদয় উদ্দিন ঢালী - গোমর ফাঁস
১৬. মহিতুল হক মবিন- দুর্ণীতি
১৭. eque iqbal - ব্যক্তিত্বের বিকাশ ৩য় পর্ব
এছাড়া অন্য লেখক দের মাঝে
১. সৈয়দা নাজমা আক্তার সুমা- একটি খামার একটি বাড়ি ও ডিজিটাল বাংলাদেশ
২. মোস্তাফিজ বুলবুল (মফস্বল সম্পাদক- দৈনিক আমার দেশ)- সুশাসন ও সুনীতির অভাবে দুর্গতি বাড়ছে মানুষের
৩. সৈয়দ টিপু সুলতান- আমাজান অরণ্য ও নদী রহস্যঘেরা এক সবুজ পৃথিবী
৪. সরকার মাসুদ- সাহিত্য প্রচেষ্টা শহর থেকে দূরে
৫. মীর নাসির উদ্দিন উজ্জল- মুন্সিগঞ্জ যেন অপরাধীদের ডাম্পিং স্পট! ২ বছরে ৪০ লাশ উদ্ধার
৬. নূর হোসেন- সিরাজদিখানে মৃৎশিল্প হারিয়ে যাচ্ছে
৭. লুৎফর রহমান খান- বিক্রমপুর জীবন নদীর বাঁকে বাঁকে
এছাড়া আমাদের এলাকার প্রশানরে লেখাও আছে। অসংখ্য ছড়া , গল্প, কৌতুক, ধাঁধাঁ, বিভিন্ন তথ্য রয়েছে সেখান থেকে অনেক কিছু শেখার আছে।
বন্ধুরা বিক্রমপুর অবারিত দ্বার আমার আপনার সবার। ঈদ সংখ্যায় লেখা দেয়ার জন্য আহবান। খুব দ্রুতই বের হচ্ছে ঈদ সংখ্যা। আজ ও কালকে লেখা নেয়ার সময় শেষ। যারা বাকী আছেন দ্রুত যোগাযোগ করুন।
-ইকবাল হোছাইন ইকু, ব্যবস্থাপনা সম্পাদক, মাসিক বিক্রমপুর
masikbikrampur1981@yahoo.com
০১৯২০১৪৪৮৩৪
ছবির জন্য Click This Link
Masik Bikrampur পত্রিকার সম্পাদককে মেরে ফেলবে কিছু জানোয়ার
----------------------------
মাসিক বিক্রমপুরের সম্পাদককে হত্যার হুমকি দিয়েছে কিছু নরপিশাচ মূর্খরা।
কারণ হিসেবে বলতে হয়:-
১. হুমকিদাতারা এলাকার কুখ্যাত পাতী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী (কয়েকবার র্যব ও পুলিশের হাতে ধরাও খেয়েছিল), জবর দখলকারী, টেন্ডার দখল কারী, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা পরিচালনাকারী, শিক্ষককে হুমকি ও আঘাতকারী, গায়ে মানেনা আপনি মোড়ল, খারাপ কাজের গডফাদার ইত্যাদি ইত্যাদি। অপকর্মের প্রকাশ করায়,
২. রাজনৈতিক ফায়দা হাসিলে সমস্যা (হুমকি দাতার এক ভাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরেক ভাই ছাত্রদলের সাধারণ সম্পাদক) করায়,
৩. তাদের অপকর্মে এলাকার লোকদের ধিক্কার খাওয়াতে এবং মাসিক বিক্রমপুরের সম্পাদকের দিনদিন জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়াতে।
৪. সম্পাদক বিভিন্ন সামাজিক সংগঠনের (আইএফসি নদী ও পরিবেশ কমিটি, চাঁদেরহাট, টাচিং সোলস, প্রেসক্লাব ইত্যাদি) সাথে জড়িয়ে এলাকার সামাজিক অবকাঠামোর আমূল পরিবর্তন করাতে,
৫. সর্বপরি তার লেখনির মাধ্যমে তাদের আকাম-কুমাক প্রকাশিত হওয়ায় ক্ষুব্ধ হয়েই ফাইনাল ওরাল থ্রেট ছাড়া আর কিছুই নয়।
----
এই ফিরিস্তি আরো বড় হবে।
আমি মনে করি তিনি বিক্রমপুরের একজন দক্ষ সংগঠক, খাটি সামাজ কর্মী, বস্তুনিষ্ঠ সাংবাদিক, দেশ প্রেমিক, মানব দরদি (রোজার মাসেও তিনি গরীবদের মাঝে সেমাই চিনি বিতরণ করে কয়েক লক্ষ্য টাকা ব্যয় করবেন, এছাড়া ঈদ উপলক্ষে আমজনতাকে পোষাক পরিচ্ছদের জন্য ব্যয় করছে লক্ষাধিক টাকা), পরোপকারী ইত্যাদি। যার কারণে তারা ক্ষুব্ধ।
পেইজের এডমিন ও সাংবাদিক ভাইয়েরা সংবাদটি ছড়িয়ে দিন দয়া করে। বিস্তারিত পরবর্তী আপডেটে জানানো হবে।
-ইকবাল হোছাইন ইকু, ব্যবস্থাপনা সম্পাদক , মাসিক বিক্রমপুর
১. ২৫ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৩ ০