
শুধু ঢাকা কেন, সারাদেশেই বিস্তার করে আছে তার আর আনুসাংগিক যন্ত্রাদি। পিডিবি/ডেসকো/ডিপিডিসি এর ইলেক্ট্রিক পোল বেয়ে বয়ে এমাথা থেকে ওমাথা পুরা শহরকে বেধে ফেলেছে এই তার। এগুলোর কোন বৈধতা না থাকলেও বিকল্পও ছিল না।
এসব ওভারহেড ফাইবারের ফলে দূর্ঘটনা-র কথা প্রায়-ই শোনা যায়।কার্গো বা ঝড় এর সময় গাছ এসব তারে বেধে পরে যাওয়ায় পোলশুদ্ধা পরে গেছে।
পিডিবি/ডেসকো/ডিপিডিসি এর একটা নোটিশ ইদানিং দিচ্ছে , তা হল , ৩১ অক্টোবর এর মধ্যে উত্তরা থেকে শাহবাগ পর্যন্ত ১ম দফায় এসব তার অপসারন করতে হবে, নতুবা পিডিবি/ডেসকো/ডিপিডিসি নিজেরাই কেটে দিবে।
বিকল্প হিসেবে যাদের মাধ্যম ব্যবহার করতে হবে - ফাইবার এট হোম (http://www.fiberathome.net/) অথবা সামিট কমিউনিকেশনস ( http://www.summit-centre.com/) কে।
এ দুটা কোম্পানি বিটিআরসি-র লাইসেনস নিয়েছে বেশিদিন হয় নি। বিস্তারিত - Click This Link । এ লাইসেন্স টিকে বলা হচ্ছে- Nationwide Telecommunication Transmission Network (NTTN) ।
নিয়ম মত এদের পুরা দেশে আন্ডারগ্রাউন্ড ফাইবার টানা থাকবে। ইন্ড পয়েন্ট কানেকটিভিটি ক্লায়েন্ট কে দেয়া হবে সাধারনত

সমস্যা হল, ফাইবার@হোম এর বেশ পরে সামিট কাজ শুরু করেছে , তাই সামিট পুরাপুরি বোধহয় পুরো তৈরি নয়।
ফাইবার@হোম বেশ অনেকদুর আগিয়েছে - http://www.fiberathome.net/?q=content/network । ঢাকা , চট্রগ্রাম, সিলেট , বগুড়া-র লিংক স্থাপন শেষ, এবং আরও বড় হচ্ছে পুরা দেশেই। ঢাকা -র মধ্যে মেজর রাস্তাগুলার পাশে ফাইবার লে করার কাজ শেষ।
এখন দেখার বিষয় , ৩১ অক্টোবারের পর কি হয়...
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:১৯