ব্রীজ টি ২০০৬ সালে তৈরি শুরু হয় চাইনিজ কন্সট্রাকশন কোম্পানি দিয়ে। ৯৮০মিটার লম্বা ব্রিজটির পিলার সংখ্যা ৫টি, ২০০মিটার চওড়া।
বহদ্দার হাট মোড়

গাড়ি চলে কক্সবাজার
একাকি সোডিয়াম বাত্তি...
পথিক গেছে বাড়ি, রয়ে গেছে ক্লান্তি
পিলারের বেয়ে চাঁদটা আমি নিব পারি..

পাশের পুরাতন শাহ আমানত ব্রীজ নিঃসংগ একাকি দাড়িয়ে কালের নীরব স্বাক্ষী হয়ে , দুরে চট্র্গ্রাম শহরের আলো
প্রতিফলন
আফসোস, রাত হওয়ায় ব্রিজের একটাও ফুল ভিউ ছবি নিতে পারলাম না।
-----------------
অক্টোবর ১৫, ২০১০
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:১৮