ব্লগারগন,
অতীব দুঃখের সহিত এবং চক্ষু বন্যা ঝরা আবেগের সহিত এক খানা অতীব বাস্তব ও চরম অপ্রিয় কথা শেয়ার করতে চাই-
এই ঈদ এ আমি ছুটি পাচ্ছি না !!! ঈদ এর আগে পরে কোন ছুটি ভাগে নাই।
লোক জন ঈদ করতে ঢাকা ছাড়ে... আর আমি এই অধম ঈদ করতে চট্রগ্রাম হৈতে ঢাকায় মা এর কাছে যাইতে চাই....





এই চাওয়া কি আমার অপরাধ???- এই চাওয়া মোর হৈল না পুরন। ঈদ এর মধ্যে ডিউটি ফেলাইছে আবার চট্রগ্রাম ত্যাগে নিষেধাগ্গা দিয়েছে আমার বা*ে-র কোমপানি।
ধুর্বা* ছাকরি-ই করুম না...

( আপনারা কেউ আমারে চাকরী দিলে আমি বর্তমান টা ছাড়িয়া আপনারটায় ঢুকুম - তাও আমি ঢাকা য় গিয়া মা-এর হাতে খাসী-র রেজালা খাইতে চাই। বছরে এই একটা দিন-ই আমার আম্মা এইটা বানায়...

আতীব আতীব আতীব মেজাজ খারাপের ইমো পাইতেছি না। পারলে ঐটার ইমো ধার দেন...