মডারেটর আর অন্য ব্লগারদের বলছি,
চৈতি রহমান নামের এই ব্লগারের প্রোফাইল ছবি টা তার নিজের তো নয়ই বরং চুরি করা ছবি। এই ছবি আমার পরিবারের একজন সদস্যার।
আমার কমেন্ট মুছে মুছে আর কতক্ষণ? অনেক দিন লিখিনা এইখানে, এই চোরের জন্য লিখতে বাধ্য হলাম।
মডারেটর আমি অলরেডি মেইল করেছি প্রমাণ সহ। অতি দ্রুত ব্যবস্হা নেয়ার আহ্বান জানাই
আপডেট: উনি এখন উনার ছবি পরিবর্তন করে প্রমাণ করসেন উনি চোর। যাই হোক, এর ব্যাপারে আর মাথা ঘামিয়ে আর সময় নষ্ট করার দরকার নাই। যারা কমপ্লেইন করতে চান এই ধরনের ইস্যু তে এই লিংকে :
ফিডব্যাক লিংক
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৩৭