আজকে মনডা খারাপ, প্রজেক্টের অবস্হা ভাল না। কাস্টমার কম্প্লেইন দিসে, আমার বস আমারে জিগাইসে কাহিনী কি? (তুমি কি বইসা বইসা আংগুল চুষতাসো? .... এইটা আসলে কয়নাই, ব্যাটা ভালমানুষ) আমি কইলাম আমি আমার কামে অনেক ব্যস্ত থাকি, এটা আমি দেখতে পারিনাই, ৩ জন মাইনষে মিল্যা কাম করসে তাও মিসটেক করসে!!! আমারে কইল মিটিং ডাক, ছুটির দিনে, আমিও ডাকলাম... মিটিংয়ে কারে ধরুম বুঝতাসিনা... মাইনষের ভুল হইতেই পারে, দুনিয়া এত সিরিয়াস ক্যান কে জানে??
বউ খালি ঝগড়া করে, মাইয়া গুলার আর কোন কাম নাই ক্যান?? বিয়ার আগেও করত, এহনও করে, কোনো চেন্জ নাই
ম্যাডোনার সাবসটিটিউট ফর লাভ শুনতাসি, লাইভ স্লো ভারশন, ভাল্লাগতাসে! কাতারে মেয়েগুলি বড়ই সৌন্দর্য... এই গান শুনতে গিয়া এই কথা মনে হইতাসে ক্যান?
আমার পরথম প্রেমিকার এই ডিসেম্বরে বিয়া, আমারে মেসেন্জারে কইল "তোমার বউরে দেখিনাই, অবশ্যই বিয়াতে আসবা..." । আমি কইলাম আমি দেশে নাই... আইতে পারুম না... [জামাই আমার থিকা লম্বা পাইসে... ফর্সাও ]
Doha তে অনেক অনেক সুন্দর সুন্দর বিল্ডিং। নামও সুন্দর সুন্দর: আল ফারদান টাওয়ার, বারজান টাওয়ার, টরনেডো টাওয়ার... টরনেডোর একটা ছবি দেই দাড়ান:
একটা শপিং মল আছে নাম ভিলাজিও, ভেনিস শহরের মতন কইরা বানাইসে, সিলিং এর জায়গায় আর্টিফিশিয়াল আকাশ, আরেকখান ছবি:
এই পানি দিয়া ভেনিশিয়ান নৌকাও চলে, সেইখানে বইসা মার্কেট ভ্রমণও করা যায়। তয় নৌকা সবসময় থাকেনা, ক্যান কে জানে!
লাস ভেগাসে হুবুহু একই রকম একটা মল আছে, নাম ভেনিশিয়ান। একই মালিক মনে হয়...
ওয়েস্ট বে হইতাসে দোহার এখনকার সবচেয়ে জোস জায়গা, পরে অবশ্য কাতার পার্ল আর লুসাইল আগায়া যাইব। ওয়েস্ট বে'র একটা ছবি দেই:
এইখানে কারেন্ট যায়না, জ্যাম নাই, সব জায়গায় সাথে সাথে পৌঁছায় যাই, সবসময় পানি থাকে, খাবার দাবার মজা, ভেজাল নাই, ফাস্ট ফুড বা জুস খাইলে পেট খারাপ হয়না কেউ প্রভারে চিনেনা... এইডা নিয়া গসিপ করতে পারিনা... বাংলাদেশরে মিস কর্তেসি।
আমার সবচে পছন্দ ইলেকট্রনিক্স সস্তা (বাংলাদেশের তুলনায়, সিংগাপুর বা থাইল্যান্ড না), আর তাই আমিও গবেটের মতন অপ্রয়োজনীয় জিনিস কিন্যা ভরাইতেসি, অবশ্য কবে থুক্কু কখন মইরা যাই নাই কোন ঠিক, শখ পূরণ কইরা লই, টাকা জমায়া কি লাভ?
আর কি কমু, এইন্ট নো সানসাইন হোয়েন শী ইজ গন... ইটস নট ওয়ার্ম হোয়েন শী ইজ এ্যওয়ে...এইন্ট নো সানসাইন হোয়েন শী ইজ গন... শী ইজ অলোয়েস গন টো লং... এনিটাইম শী গৌজ এ্যওয়ে...
গানটা ভাল....... মেঘলামানুষ (আমির), মুনিয়া, তানিয়া, ইশতিয়াক... তোমাগো খুব মিস কর্তেসি....