বাবা মার একমাত্র ছেলে, অনেক আদর আর শাসনের। কখনও নিজেকে কোন কিছু করতে হয়নাই। সবসময় মা করে দিসে, ছোটবেলায় অনেক সুন্দর করে কাজ করতাম মনে আছে। বিছানা ঝাঁট দেয়া, রুটি বেলা আর রান্নাঘরে কিছু একটা ধোয়াধুয়ি করা ছিল আমার পছন্দের কাজ। তারপর আস্তে আস্তে অলস হয়ে গেলাম.... নিজে নিজে কিছু করতে চাইনা আর।
বিএসসি করার পরের তিন বছরে অনেকে অনেক দেশে চলে গেল, কেউ পড়তে, কেউ চাকরি নিয়ে। আমার অনেক ইচ্ছা করতেসিল যে যাই কোথাও, শুধু ভয় লাগত নাকি আইলসামি লাগত জানিনা যে একা একা কি করব কিভাবে করব... ধুম করে চলেই আসলাম। এখন সব কাজ একা একা করতে হয়, কষ্ট হয় কিন্তু ভালই লাগে। কেন লাগে জানিনা, উদাস হয়ে ভাবতে বসছিলাম, মনে হইল কোন কারণ নাই। কাজ কর্ম ব্যাপার না, কিন্তু একটা মজার জিনিস আছে, প্রতিবেলা চিন্তা করতে হয় "উমমম...এখন কি খাব??" জীবনেও এটা করতে হয়নাই।
একা একা জীবন খুব একটা খারাপ লাগছেনা, মাঝে মাঝে বাসার সবাইকে মিস করি, এখন নিজের সাথে সময় কাটাচ্ছি...
(সামু এখন আর আগের মত নাই... আগে সময় কিভাবে যেত টের পাইতাম না এখানে... ৫/৬ পাতা দেখলাম, একটা আগডুম বাগডুম লেখাও নাই যে মজা করে পড়ব। সব কপি পেস্ট আর .... থাক যারা কষ্ট করসে তাদেরকে দু:খ না দেই। বেশ কিছু পুরানো ব্লগার দেখলাম অনলাইন, কি করতেসেন বসে? নাকি এমনিই লগিন??? অনেক অনেক দিন পর লিখলাম... যুত পাইলাম না.... )
আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে
ঢাক ঢোল মাদল বাজে
বাজতে বাজতে চলল ঢুলি
ঢুলি গেল কমলাফুলি
কমলাফুলির বিয়েতে
.... (এরপর মনে নাই যতটুক লিখসি আদৌ ঠিকাসে কিনা সন্দেহ!)
কেউ জানলে লিখে দিয়েন। যাই এখন নিজের সাথে আরেকটু সময় কাটাই...