ছবি; গুগল
নিউইর্য়কে একজন ব্যাবসায়ী ছিল ,যিনি টাকা বিনিয়োগ করতেন ।প্রচুর টাকা তিনি কামাই করেছিলেন এবং আপাত দৃষ্টিতে সফল ছিলেন । কিন্তু তার জীবন ছিল ব্যস্ত ,বিরক্তিকর এবং নানা রকম সমস্যায় পরিপূর্ন । জীবনের প্রকৃত আনন্দ থেকে দূরে সরে গেয়েছিলেন ।
তিনি ভাবলেন দুই সপ্তাহের জন্য শহরের বাইরে চলে যাবেন সকল বিরক্তি দূর করে নিজেকে পুনরায় উজ্জীবিত করতে । শহর ত্যাগ করে মেক্সিকোর একটা উপকূলবর্তী গ্রামে চলে আসলেন ।
একদিন দুপুরবেলা তিনি জেটিতে দাঁড়িয়ে সাগর দেখছিলেন ,তখন খেয়াল করলেন একটা মাছ ধরার নৌকা ডকের দিকে আসছে । বিষয়টি তার কাছে একটু অস্বাভাবিক লাগল, কারন প্রায় সব মাছ ধরার নৌকা আরো অনেক দেরি করে শেষবিকেলে জেটিতে ফেরে যাতে বেশি মাছ ধরে বাজারে নিয়ে যেতে পারে ।
তার কৌতূহল বেড়ে গেল ,তিনি মাছ ধরার নৌকাটির দিকে এগিয়ে গেলেন । আশ্চর্য হয়ে দেখলেন নৌকাটিতে মাত্র একজন জেলে এবং বড় বড় সাইজের অসংখ্য হলুদ পাখনা টুনা মাছ ।
তিনি জেলেটিকে জিজ্ঞেস করলেন ,” সব মাছগুলো ধরতে কত সময় লেগেছে তোমার ?
”জেলে হাসিমুখে উত্তর দিল ,’’ বেশি সময় লাগেনি “।
আচ্ছা ,তোমার নৌকায় কি কোন সমস্যা হয়েছে ?
জেলেটি উত্তরে বলল ,” না না কি যে বলেন মশাই ,গত তের বছর ধরে আমার নৌকায় তেমন কোন সমস্যাই হয়নি “।
আমেরিকান লোকটি তখন একটু বিহ্বল অবস্থায় পড়ল । কিন্তু জেলেটিকে বুঝতে না দিয়ে তৎক্ষনাক জিজ্ঞেস করল ,” তাহলে তুমি অন্য সবার মত মাছ না ধরে এত তাড়াতাড়ি ফিরে এলে যে ?”
জেলেটি পুনরায় হেসে উত্তর দিল ,” আমার পরিবারের ভরণপোষণের জন্য যথেষ্ট মাছ ধরেছি ,কয়েকটা মাছ নিজেদের খাওয়ার জন্য রেখে দিয়ে বাকিগুলা বিক্রি করে দেব ।“
আমেরিকান লোকটি বলল , “এখনও তো বলতে গেলে দুপুরের খাবার সময় হয়নি ।বাকি সময় তুমি কি করবে ?”
- আমি খুব সকালে উঠে মাছ ধরতে যাই , বিকালে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে ছেলেমেয়েদের একটু খোঁজখবর নেই এবং পরে কিছুক্ষন ঘুমাই । রাতে সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করি এবং গল্পগুজবে মেতে ওঠি । ছেলেমেয়েরা ঘুমালে গ্রামে ঘুরে বেড়াই ,সবার খোঁজখবর নেই। আবার কখনও বন্ধুদের সাথে আড্ডা দেই ,ধর্ম ও রাজনীতি নিয়ে আলোচনা করি । যদিও রাতে ঘুমাতে একটু বেশি দেরি হয় ।
আমেরিকান লোকটি জেলেকে উপহাস করে বলল ,” তাহলে এই তোমার কাজ ? আমি হাভার্ড থেকে এমবিএ করেছি ,তোমাকে আমি মিলিওনারি হবার জন্য বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি ।“
জেলের মনে উৎসাহ জাগার বদলে সংশয় ভরে গেল ।তবুও সে জিজ্ঞেস করল , “ তাই নাকি ,কিভাবে একটু শুনি ?’’
আমেরিকান লোকটি জেলেকে পরামর্শ দিল , “ তোমার দিনে আরো বেশি মাছ ধরা উচিত একদম শেষ বিকেল পর্যন্ত । যত বেশি মাছ ধরতে পারবে তত বেশি টাকা আয় হবে । টাকা জমিয়ে বড় নৌকা কিনবে ,লোক ভাড়া করবে । এরপর আরো বেশি মাছ ধরতে পারবে ,আরো টাকা উপার্জন হবে । অর্থ আসতে থাকবে ,তুমিও নতুন নৌকা কিনতে পারবে । দুইটা নৌকাতে মাছ দ্বিগুন , মাছ বিক্রির অর্থও দ্বিগুন ।
-তারপর কি হবে ?
আমেরিকান লোকটি আরো উৎসাহ নিয়ে বলল , ”এভাবে তো তোমার ব্যবসার শুরু হবে । দিন দিন তোমার মাছ ধরার নৌকা বাড়বে । গ্রামের সকল লোক তোমার নৌকাতে কাজের জন্য আসবে ।
-তারপর কি হবে?
এরপর তুমি পাইকারি ব্যাবসায়ীর কাছে মাছ বিক্রি না করে ক্যানারিতে সরবারহ দিতে পারবে ।তুমি নিজেই জানবে না তোমার ব্যাবসা কখন ফুলে ফেঁপে উঠেছে । তারপর তুমি নিজেই ক্যানারির মালিক হতে পারবে । এই ছোট্ট গ্রাম ছেড়ে তুমি মেক্সিকো শহরে যেতে পারবে ,সেখানে বসে বসে শুধু নিজের ব্যাবসা পরিচালনা করবে ।
জেলে তখন কিছুটা বিরক্তিকর স্বরে বলল , “তারপর কি হবে ?”
বেশ,তারপর তুমি তোমার মাছের ক্যান সারাবিশ্বে পাঠাতে পারবে । এশিয়া ,অষ্ট্রেলিয়া ,উত্তর আমেরিকাতে মাছের ক্যান খুবই জনপ্রিয় । চাহিদা বাড়ার সাথে সাথে তুমি মেক্সিকো সিটি ছেড়ে লস এঞ্জেলসে একটা বিপণন কেন্দ্র খুলে ইউরোপসহ সারা বিশ্বের প্রতি কর্নারে সরবারহ করতে পারবে ।
-কিন্তু তারপর কি হবে ?
লোকটি আরো উৎসাহ নিয়ে জেলেক বলল ,” তুমি আমরিকার একজন বিখ্যাত ব্যাবসায়ীতে পরিনত হবে । এরপর তুমি নিউইর্য়কে চলে যেতে পারবে ,সেখানে ব্যবসা পরিচালনা করবে । আর নিউইর্য়ক কি জানত ? সারা বিশ্বের বিখ্যাত সব ব্যাবসায়ীদের আঁতুরঘর ।
জেলে তখন লোকটিকে জিজ্ঞেস করল ,” কত সময় লাগবে ?।‘’
-এই ধর পচিশ বছর কিংবা ত্রিশ বছর ।
জেলে পুনরায় আবার জিজ্ঞেস করল ,” তারপর কি হবে ?”
লোকটির চোখমুখ উজ্জ্বল হয়ে গেল তখন । বলল ,” এরপরই তো আসল মজা । সময় যখন অনূকুলে আসবে ,তুমি সুযোগ বুঝে ওয়াল স্ট্রিটে তোমার ব্যাবসার কোম্পানিকে পাবলিক কোম্পানি হিসেবে চালাবে আইপিও পদ্ধতি অনুসরন করে । তখন দেখবে মিলিয়ন মিলিয়ন ডলার শুধু তোমার পকেট ভারি করতে থাকবে ।
-কিন্তু তারপর কি হবে ?
আমেরিকান ব্যক্তিটি তখন কি উত্তর দিবে ভেবে পাচ্ছিল না ,তিনি তার সর্বোচ্চ উত্তর দিয়ে ফেলেছেন । তারপরও তিনি ভাবতে শুরু করলেন । হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল ।
তিনি জেলেকে বলল ,” বেশ তারপর তুমি এই গ্রামে বেড়াতে আসতে পারবে পরিবার নিয়ে , সমুদ্রে মাছ ধরে সময় কাটাতে পারবে ,বউ ছেলে মেয়ে নিয়ে একসাথে খাওয়া দাওয়া ,গল্প-গুজব করবে ,পুরোনো বন্ধুদের নিয়ে আড্ডা দিতে পারবে ...।
{গল্পটি ম্যাথিও কেলি এর "দ্যা রিদম অফ লাইফ থেকে অনুবাদকৃত}
(কপিরাইট সংরক্ষিত)
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮