{১}
নতুন সূর্যদোয় , নতুন আলোয় উদ্ভাসিত প্রাণে,
বাজে অচেনা কোন বাঁশীর সুর ।
নব আনন্দে আজ হোক
বাঁধ ভাংগা উল্লাসের সুখ ,
কল্লোলিয়া মুখটি ভরে সবাই হাসুক ।।
{২}
সকল উদ্বেগ আজ দূরে সরে যাক ,
প্রলয় কিংবা বিধ্বংসী ঝড়কে কর জয় ।
বুকের ভিতর জ্বলে যে আগুন ,
সে আগুনকে করে বহুগুন
জ্বালাও পোড়াও মিথ্যে শত ভয় ।।
{৩}
তোমাদের নগরে গড়ে ওঠে ভুলের পাহাড় ,
দুষ্ট প্রেতাত্মারা ডাল-পালা ছড়ায় ,
প্ররোচিত মানুষ নষ্ট হয় তারই ছায়ায় ।
চলে অবিরাম খুন-খারাপি,
নেশায় ডুবে যায় আস্ত এক জাগন্ত শহর ।
{৪}
আধখানা চাঁদের মায়ার আলোয় ,
মন চায় অমন করে কাছে পেতে তোমায় ।
ঠোঁটে ঠোঁট রবে , হাতে হাত রেখে
সবটুকু ভালবাসার তৃষ্ণা মিটবে ,
কই ,এসোনা আরো একটু পাশে ।
{৫}
কতটুকু নিতে চাও ,
কত পেলে হবে দিব্যি খুশীতে আটখানা ।
আমি দিতে প্রস্তুত ছিড়ে ,
এ বুকের পাজড়ের হাড় কিংবা কলিজা ।
বল ,কোনটা চাই ,কোনটা দিব ছিড়ে ।
ছবিঃ নেট
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:৪৪