আমার মেয়ে লাবণ্যের প্রথম চলচ্চিত্রে অভিনয় হচ্ছে প্রিয় লেখক হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস কৃষ্ণপক্ষে। টানা ৬দিন স্যুটিং সেটে রিয়াজ ভাই, তানিয়া আপা, পাভেল ভাই, মাহি, লাবণ্য সবার কম বেশী অভিনয়ের খন্ড অংশ দেখেছি। তা মনে খুব একটা দাগ কেটেছে তা বলবো না। সেটে তানিয়া আপার অভিনয় দেখে অবশ্য আমি বারবার অভিভূত হয়েছিলাম। এতদিন পরিবারের সবাই একটা উত্তেজনার মধ্যে ছিলাম কবে ছবিটা হলে গিয়ে দেখবো। এবং দেখবো আমার মেয়ে লাবণ্য কতটা অভিনয় করতে পারে। কৃষ্ণপক্ষের প্রিমিয়ারে দাওয়াত পেয়ে সবাই যথারীতি গতকাল ১৩ই ফেব্রুয়ারী( ১লা ফাল্গুন) বলাকা সিনেমা হলে পৌছি। হল বারান্দায় ছবির পরিচালক মেহের আফরোজ শাওন আমাদের অভ্যার্থনা জানালেন। তখন সবাই খুব আন্দন ও উত্তেজনার মধ্যে প্রতিটি মূহুর্ত উপভোগ করছি। প্রিয় লেখক হুমায়ুন স্যারের বই নিয়ে দাঁড়িয়ে থাকার একটি সম্পূর্ণ মডেল বোর্ড আমাকে নষ্টালজিক করে তুললো। ফুলেল ষ্টেইজের পেছনেই কৃষ্ণপক্ষের বিশাল পোষ্টার সাঁটানো। প্রিমিয়ার শোর ফিতা কাটার পর হলে ঢুকলাম।
একসাথে সবাই বসে ছবিটা যতই দেখছি মুগ্ধ হচ্ছি। ছবির কাহিনী বিন্যাস আমাদের স্থির করে ফেলল। মুহিবের এক্সিডেন্ট পর্ব, জেবার ছোট ভাই এর প্রতি অকৃত্রিম ভালোবাসা, অরু মুহিবকে হাসপাতালে দেখতে যাওয়ার জন্য বাবার কাছে আকুতি যে কারো চোখেই পানি আনতে বাধ্য। আর আমার মেয়ে লাবণ্যকে তো আমরা চিনতেই পারলাম না। সে তো আমাদের লাবণ্য নয় কৃষ্ণপক্ষের প্রিয়দর্শিনী হয়ে চরিত্রে মিশে গেছে। কোথায় আমরা, আমাদের মেয়ের প্রথম চলচ্চিত্রে অভিনয় দেখে আনন্দ পাবো, সেখানে কান্নাকাটি করে হল থেকে বের হয়ে আসলাম। তাই বলি "কৃষ্ণপক্ষ" স্রেফ সিনেমা নয়-এটি, একটি ভালোবাসার ছবি, একটি কান্নাকাটির ছবি! আশা করি এই ছবিটা একাধিক পুরস্কার তো পাবেই ,এছাড়া জেবা চরিত্রের জন্য তানিয়া আপা ও অরু চরিত্রের জন্য মাহিয়া মাহি ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে এটা আমার বিশ্বাস। ছবিটি সারাদেশে ২৬শে ফেব্রুয়ারী মুক্তি পাবে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- রিয়াজ, মাহি, ফেরদৌস, তানিয়া, আজাদ আবুল কালাম, লাবণ্য চৌধুরী, পূজা, ফারুক আহমেদ, কায়েস চৌধুরী, জলি, তামিম, টুকটুকি, জয়ন্ত চট্টোপাধ্যায়সহ আরো অনেকে।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯