আমরা মুক্তিযুদ্ধ দেখিনি। তবে আমরা জন্মের পর দেখেছি একটি স্বাধীন দেশ। আমরা নিজ চোখে দেখিনি ১৯৭১ সালের সেই সব বিভিষীকাময় দিনগুলো। আমরা পেয়েছি ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে কেনা একটি সার্বভৌম রাষ্ট্র। মায়ের আহাজারি, বোনের ইজ্জত লুটের পর যে দেশটি আমরা পেয়েছি এবং যে দেশেটিতে আমরা একজন স্বাধীন নাগরিক হিসাবে বুক ফুলিয়ে আজ বসবাস করছি , সেই দেশটির জন্য যারা অকাতরে প্রাণ দিয়েছেন তাদের জন্য আমরা নতুন প্রজন্মরা কতটুকুই করেছি বা কি করেছি? হয়ত বলবেন, তখন আমাদের কোন কিছু করার সুযোগ ছিলনা….কিন্তু ওনাদের জন্য এখন তো অনন্ত আমাদের করার কিছু আছে। আমরা কি পারি না সেই সব আত্নত্যাগী বীরযোদ্ধাদের স্মৃতি গুলো সংরক্ষণ করতে? অবশ্যই পারি। আসুন আমরা তাঁদের স্মৃতি গুলো সংরক্ষণ করতে নতুন মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে ব্লগারদের পক্ষ থেকে সহয়তা করি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতি ও মহান মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত জিনিষপত্র সংরক্ষণের কাজে সহয়তা করার জন্য বিডিনিউজ২৪ডটকম.ব্লগের কয়েকজন ব্লগার মিলে গত ১১ই নভেম্বর,২০১২ইং ব্লগে একটি পোষ্ট "মুক্তিযুদ্ধ জাদুঘর: আসুন সবাই মিলে একটি ইট কিনি" এর মাধ্যমে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিল সংগ্রহের উদ্দ্যেশে “ব্লগার উদ্যোগ-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম.ব্লগ” নামক একটি প্ল্যাটফরম গঠন করে। আমাদের উদ্দেশ্য সব ব্লগারদের সচেতন করা, সাথে সাথে ব্লগ পাঠকদেরকেও এই মহান স্থাপনা নিমার্ণের সাথে সম্পৃক্ত করা। বলা যায় আমাদের প্রাথমিক উদ্দেশ্য সফল হয়েছে। আমরা ব্লগাররা ইতিমধ্যে ২টি স্মারক ইট কেনার জন্য ২০,০০০/- টাকা সংগ্রহ করতে পেরেছি। যে সব ব্লগার স্মারক ইট কিনতে সহয়তা করেছেন তাঁরা হলেন-
ব্লগার নুরুন্নাহার শিরীন, কৌশিক আহমেদ, জিনিয়া, আইরিন সুলতানা, মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী, বিন্দুবিসর্গ, মোত্তালিব দরবারী, সুলতান মির্জা ও ব্লগার নীলকন্ঠ জয়।
আরো যারা আমাদের সাথে সংশ্লিষ্ট হতে চান বা অনুদান দিতে চান তারা সরাসরি ১লা ডিসেম্বর'১২ সকাল ১১টায় ৫নং সেগুন বাগিচাস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরে চলে আসুন।
এই উদ্যোগটি ইচ্ছে করলে আমরা প্রতিটি ব্লগ প্ল্যাটফরম থেকেই করতে পারি। আশা করি সামহোয়ারইনব্লগ থেকেও এ ধরণের একটি উদ্যোগ নিবেন ব্লগাররা। মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ আগামী ১০ই ডিসেম্বর ও ১৬ই ডিসেম্বরও আনুষ্ঠানিক ভাবে অনুদান গ্রহণ করার জন্য আরো দুটো তারিখ র্নিধারণ করেছেন। ইচ্ছে করলে ব্লগাররা সম্মিলিত ভাবে ঐ দুটো তারিখও তাদের অনুদান দিতে পারেন।
১লা ডিসেম্বরকে সামনে রেখে ব্লগারদের পূর্বের সিদ্ধান্ত অনুসারে আমরা মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আনুষ্ঠানিক ভাবে দুটি স্মারক ইট কেনার জন্য সময়সূচী ঠিক করেছি। ১লা ডিসেম্বর বিজয় মাসের প্রথম দিনে “ব্লগার উদ্যোগ-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম.ব্লগ” এর সংগৃহিত অনুদান গ্রহণ করতে ঐ দিন মুক্তিযুদ্ধ জাদুঘরে উপস্থিত থাকবেন ট্রাষ্টি জনাব মফিদুল ইসলাম।
সময়সূচী :-
*************************************
@ তারিখ- ১লা ডিসেম্বর’ ২০১২ ইং ( শনিবার ), সকাল: ১১:০০ টায়।
@ ব্লগাররা ৫ নং, সেগুন বাগিচাস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরে উপস্থিত থাকবে- সকাল: ১১:০০ টায়।
@ ট্রাষ্টি জনাব মফিদুল ইসলাম অনুদান গ্রহন করবেন- সকাল: ১১:১৫ মিনিট।
@ সকাল ১১:৩০ মিনিটে আমাদের স্মারক ইট কেনার কর্মসূচী শেষ হবে।
*************************************
যে কোন ব্লগার বা ব্লগ পাঠক চাইলে আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আপনি আগ্রহী হলে মন্তব্য করে জানান দিন এবং সময় মত ৫নং সেগুন বাগিচাস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরে উপস্থিত থাকুন।
নতুন মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ সর্ম্পকে বিস্তারিত জানতে পূর্বে প্রকাশিত আরো কিছু লিংক:-
@ সবার সহযোগিতায় নির্মিত হবে নতুন মুক্তিযুদ্ধ জাদুঘর- আপনিও এগিয়ে আসুন।
@ নতুন মুক্তিযুদ্ধ জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো
@ একটি ইট কিনুন:: আপনার প্রিয়জন অথবা প্রিয় প্রতিষ্ঠানের নামে
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৭