:: "চিটাগং"-- মাস্টার দা সূর্যসেনের বীরত্বগাঁথা কাহিনী নিয়ে বলিউডের নতুন ছবিটি ১২ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ::
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান থেকে শুরু করে বলিউডের প্রভাবশালীরা এখন 'চিটাগং'-এর প্রেমে মজেছেন। ছবিটি দেখে সবাই ভূয়সী প্রশংসা করছেন। আর এই ছবিটি নির্মিত হয়েছে ব্রিটিশবিরোধী আন্দোলনে 'চিটাগং' প্রেক্ষাপট নিয়ে। বাংলাদেশের চিটাগং প্রেক্ষাপট হলেও শুটিং হয়েছে ভারতেই।
ব্রিটিশবিরোধী আন্দোলনে ১৯৩০ সালে চট্টগ্রামের মাস্টারদা সূর্যসেনের ভূমিকা ছিল অতুলনীয়। সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনা দেখা যাবে ছবিটিতে। এটি পরিচালনা করেছেন বেদব্রত পাইন। এতে মাস্টারদার চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি। আরও আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, ব্যারি জন প্রমুখ। ছবিটি ১২ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে। এরই মাঝে মুক্তি পেয়েছে ছবিটির গানের অ্যালবাম। ছবির সংগীত পরিচালনায় ছিলেন শঙ্কর এহসান লয়।
ছবিটির পাশাপাশি এর পরিচালক বেদব্রত পাইনকে নিয়েও উচ্ছ্বাসে ভাসছে বলিউডবাসী। আর এই বেদব্রত পাইন বাংলাদেশের চিটাগংয়েরই ছেলে।
বেদব্রত পাইন ছিলেন নাসার বিজ্ঞানী, এখন বলিউডের চিত্রপরিচালক। ছিলেন ডিজিটাল ফিল্মের মানচিত্র বদলে দেওয়া রেড ক্যামেরার জনক। এখন নিজেই সেই রেড ক্যামেরাতেই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের গল্প বলছেন। ছিলেন লস অ্যাঞ্জেলেসের সাজানো দোতলা বাড়িতে। এসে পড়লেন বান্দ্রায় পেয়িং গেস্ট হয়ে। সঙ্গে একটা খাট, দুটো স্যুটকেস, কম্পিউটার আর কয়েকটা হার্ড ড্রাইভ।
সম্প্রতি 'চিটাগং' ছবিটির বিশেষ প্রদর্শনীর পর পর আটটি টুইট করেছেন অমিতাভ বচ্চন। তিনি লিখেছেন, 'বেদব্রত পাইন, নতুন পরিচালক, নাসায় কাজ করছিলেন, রেড ক্যামেরা আবিষ্কার করেছেন, তারপর মুম্বাইয়ে ছবি বানাবেন বলে সব ছেড়ে দিয়েছেন।' শাহরুখ খান বলছেন, 'ছবিটা ডিলাইটফুলি ইনটেন্স। এই অভিজ্ঞতার জন্য ধন্যবাদ বেদ...'।
৪৫ বছর বয়সে ছবি তৈরিতে হাতেখড়ি! যে বয়সে আর পাঁচজন বাঙালি থিতু হতে চান, সেই বয়সে বেদব্রত সব ছেড়েছুড়ে মুম্বাইয়ে হাজির স্বপ্ন ধাওয়া করতে। নাসায় নিজের আবিষ্কারের রয়ালিটিই মূলধন। ৫ কোটি টাকা হাতে নিয়ে বেদব্রত নেমে পড়লেন রীতিমতো পিরিয়ড পিস তৈরির কাজে।
'আগে কোনো দিন তো ফিল্মের সেটে যাইনি। সব কিছুই নতুন লাগত।' সে সময় অনেকেই ভাবতেন, নাসার বিজ্ঞানী আবার ছবি কী বানাবেন? 'আমি যে কাজটা নিয়ে সিরিয়াস, সেটা সবাইকে বোঝাতেই অনেক সময় লেগেছে। তবে আমি ভাগ্যবান যে মনোজ বাজপেয়ি, নওয়াজউদ্দিন সিদ্দিকি আর ব্যারি জন আমার ওপরে আস্থা রেখেছিলেন।'
চিন্তায় ছিলেন কলকাতায় বেদব্রতর বাবা-মাও। সেন্ট লরেন্স স্কুল আর খড়গপুর আইআইটির সাবেক ছাত্রটি একটু বেশিই ঝুঁকি নিচ্ছেন বলে মনে হচ্ছিল ওদেরও।
১২ অক্টোবর মুক্তি পাচ্ছে 'চিটাগং'। বেদব্রত এখন ভীষণ ব্যস্ত প্রিমিয়ারের তোড়জোড় নিয়ে। তারই মধ্যে শুক্রবার কলকাতা আসার কথা। ছেলের প্রিয় মাছের ল্যাজা আর ট্যাংরা মাছ কিনে রেখেছেন মা। কলকাতাকে ঘিরেও অনেক পরিকল্পনা বেদব্রতর। একটা ভালো টিম নিয়ে সমসাময়িক সাহিত্যনির্ভর বাংলা ছবি করতে চান। যেখানে স্ক্রিপ্টই হবে তারকা। 'আমার প্রেরণা ঋত্বিক, সত্যজিৎ, মৃণাল। তবে আমি সব ছবিই দেখি।'
অমিতাভ বচ্চনের 'জঞ্জির' যেমন ২০ বার দেখেছেন। সেই অমিতাভ, সেই জয়া আজ বেদব্রতর ছবি দেখে উচ্ছ্বসিত। বচ্চন-তনয় অভিষেকও তো কিছু দিন আগে এই চট্টগ্রাম-কাহিনি নিয়েই 'খেলে হম জি জানসে' নামে একটি ছবি করেছিলেন! বেদব্রত বলছেন, 'জয়াজির এসে আমাকে জড়িয়ে ধরা, আমাকে নিয়ে অমিতাভের টুইট সব যেন একটা রূপকথা।' অমিতাভ একা নন। গোটা বলিউডই বেদব্রতকে ডেকে বলছে, এত দিন কোথায় ছিলেন? অনিল কাপুর, বিশাল ভরদ্বাজ, সুধীর মিশ্র, শাবানা আজমি, কঙ্কনা সেনশর্মা_ ছবি দেখতে এসেছিলেন সবাই। ছবিটির পরিবেশনা-পর্ব থেকেই বেদব্রতকে সর্বতোভাবে সাহায্য করে গিয়েছেন অনুরাগ কাশ্যপ। 'ফটোগ্রাফাররা শাহরুখকে ছবি তুলতে অনুরোধ করছিলেন। শাহরুখ আমার দিকে তাকিয়ে বললেন, ওকে ফ্রেমে থাকতেই হবে।'
রাতে অটো ধরে পেয়িং গেস্টের খুপরিতে ফিরতে ফিরতে বুধবার কত কথাই মনে পড়ছিল বেদব্রতর। 'যখন চাকরি ছেড়েছিলাম, বাবা বলেছিলেন একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে রেখো নাসা থেকে। তাতে যেন বলা থাকে, তুমি ভালো কাজ কর। আর তোমাকে নাসা ছাড়িয়ে দেয়নি।' কিন্তু সেই চিঠিটা নিয়ে রাখা হয়নি। তাতে কোনো সমস্যাও নেই। এখন তো সবাই জানেন, বেদব্রত সত্যিই ভালো কাজ জানেন।
লিংক-> "চিটাগং"
১৭টি মন্তব্য ১৬টি উত্তর
আলোচিত ব্লগ
মি সোহেল তাজের বিবাহ এবং আমার চিন্তা ভাবনা!
মি সোহেল তাজের আপাতত ফাইন্যাল বিবাহকে আপনারা কে কিভাবে দেখলেন জানিনা, তবে আমার কাছে বেশ ভাল লেগেছে, আমি মনে সাহস ও আনন্দ পেয়েছি। ইটস এ পাওয়ার ক্যাপল নাও! প্রচুর... ...বাকিটুকু পড়ুন
নামাজ পড়ানোর জন্য টাকা না দিলে ইমাম খুঁজে পাওয়া যাবে?
টাকা না দিলে নামাজের জন্য ইমাম খুজে পাওয়া যাবে না।
টাকা না দিলে মসজিদে আযান দেওয়ার জন্য লোক খুজে পাওয়া যাবে না। টাকা না দিলে ওয়াজ করার জন্য... ...বাকিটুকু পড়ুন
হাফেজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর বাংলাদেশ এম্বেসির হাফেজ ফার্স্ট সেক্রেটারির সাথে দেখা
আমি কয়েক বছর ইংল্যান্ডে ছিলাম। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটিতে থেকেছি। তাই, ইউরোপীয় কালচারের সাথে বেশ পরিচিত। একদিন, সেই দেশের একটি ইউনিভার্সিটি'র মসজিদে বসে রয়েছি, হঠাৎ মিষ্টি কিন্তু দরাজ... ...বাকিটুকু পড়ুন
আজকের দিনটি বিশ্ব ও বাংগালীদের জন্য ১টি ভয়ংকর সময়ের সুচনা হতে পারে।
আপডেট:
সকাল ৯:০০ টা: ট্রাম্প এক চার্চে; কিন্তু সে ধর্মের ধারও ধারে না।
৯:২০: চার্চ সার্ভিস শেষ, হোয়াইট হাউসে যাচ্ছে।
৯:৫৫ : বাইডেন এই মহুর্তে... ...বাকিটুকু পড়ুন
যুক্তরাষ্টের ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প(তারাম) !
বাইবেল ছুঁয়ে ট্রাম্প শপথ নিয়েই বলেছেন, "ঠিক এ মুহূর্ত থেকে শুরু হল যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু হলো"। ওয়াশিংটন ডিসিতে দুপুর বারোটার সময় দুইটি বাইবেল স্পর্শ করে ডোনাল্ড ট্রাম্প... ...বাকিটুকু পড়ুন