দেশের এই পরিস্থিতিতে আমার এরকম পোষ্ট দেওয়া সাজে না জানি, কিন্তু আমি ২ মাসের জন্য গ্রামের বাড়িতে যাব, সেখানেই থাকব। এমন গ্রাম যেখানে গ্রামীনের নেটওয়ার্ক ঠিক মত পায় না, নেট নেই। এত বোরিং কাটে বলার মত না। তাই স্বার্থপরের মত এই পোষ্ট।
নিউমার্কেট, আজিমপুর,ঢাকেশ্বরী বা এর আশেপাশে যারা আইডিয়াবিডি এর ব্রডব্যান্ড ব্যবহার করেন আওয়াজ দিয়েন।
অথবা মিরপুর ১০, কাজিপাড়া, শেওড়াপাড়া এর দিকে থাকেন ও কোন ভাল ব্রডব্যান্ড কানেক্সান (এফটিপি সহ) ইউজ করেন জানাবেন।
আমার বেশ কিছু নতুন মুভি দরকার। আমি এজন্য সম্মানী দেব। শুধু একদিন ২/৩ ঘন্টার জন্য আমাকে সময় দিলেই হবে।
প্লিজ রিপ্লাই দিন
ভাল থাকুন, হ্যাপি ব্লগিং...........