হাতে টাকা নেই তাও নেশার মত ব্লগে পরে থাকি। জিপির আনলিমিটেড থেকে এখন ১জিবি ইউজাই।
বেকারত্বের করাল গ্রাসে প্রেমিকা ও প্রেমকে হারিয়েছি।
কত আশা নিয়ে লেখাপড়া করেছিলাম। কত জায়গায় সিভি দেই কেউ ডাকে না।
কতদিন থেকে নতুন জামা-কাপড় কিনি না নিজেই বলতে পারব না। বাসায় কারো সাথে কথা বলতে পারিনা।
খুব কষ্ট হয় যখন দেখি আমার চেয়ে কম যোগ্যতায় কেউ ভাল জায়গায় আছে শুধুমাত্র লবিঙ্গের জোরে।
আমি বাসার অমতে প্রাইভেট ইউনিতে পড়েছি। বাসা থেকে অনেক কষ্টে সেমিষ্টারের টাকা দিয়েছে। মনে করেছি পাস করলে টাকার কষ্ট থাকবে না।
যাই হোক আমি ফার্মেসীতে মাস্টার্স করেছি।
কেউ যদি একটি চাকরী দিতে পারে খুব উপকার হয়।