এক আধূনিকা নারী তাঁর বরকে হারিয়ে হন্তদন্ত হয়ে থানায় গেলেন। কান্নাজরিত কন্ঠে আবেদন জানালেন হারিয়ে যাওয়া বরকে খুঁজে দিতে।
নারীঃ ইন্সপেক্টর সাহেব, আমি আমার প্রিয়তম বরকে হারিয়ে ফেলেছি
ইন্সপেক্টরঃ আপনার বরের উচ্চতা কত?
নারীঃ আমি কখনও খেয়াল করে দেখিনি..
ইন্সপেক্টরঃ উনি দেখতে কেমন ছিলেন, মোটা নাকি শুকনো?
নারীঃ শুকনো ছিলেন না, হয়তো মোটাই ছিলেন..
ইন্সপেক্টরঃ চোখের রং?
নারীঃ খেয়াল করিনি..
ইন্সপেক্টরঃ চুলের রং?
নারীঃ সম্ভবত কালো..
ইন্সপেক্টরঃ উনি কেমন পোষাক পরেছিলেন?
নারীঃ আমি ঠিক মনে করতে পারছিনা..
ইন্সপেক্টরঃ আচ্ছা, আর কেও কি আপনার বরের সাথে ছিল?
নারীঃ হ্যাঁ, উনার সাথে আমার ল্যাব্রাডর কুকুরটি (রোমিও) ছিল যার গলায় ছিল সোনার চেইন, উচ্চতা ছিল ৩০ ইঞ্চি, স্বাস্থ্যবান, নীল চোখ, কালচে ধূসর গায়ের রং, বাম পায়ের একটি নখ সামান্য ভাঙ্গা, কক্ষনো ঘেঁওঘেঁও করেনা, সোনার চেইনের সাথে সোনালী ফিতে লাগানো ছিল, আমিষ জাতীয় খাবার ছিল তার পছন্দ, আমরা দু'জন সবসময়ই একসাথে খাই ও একসাথে দৌড়াই প্রতিদিন..
এ'টুকু বলেই তিনি বাচ্চাদের মত কাঁদতে লাগলেন।
ইন্সপেক্টরঃ তাহলে চলুন আপনার কুকুরটিকেই আগে খুঁজি !! !! !!
[কৃতজ্ঞতা: এরিকস বিসট্রো রেষ্টুরেন্ট ও ক্যাফে]