মুসলমানদের এখন সবচাইতে বড় জিহাদ “পণ্য বর্জন করো”। কখনও ফ্রান্সের পণ্য বয়কট করো, কখনও ইসরায়েলের পণ্য বয়কট করো, কখনও স্পেনের পণ্য বয়কট। এরকম পণ্য বয়কট করে জিহাদের সামিল হয়ে ঈমানদার হওয়ার তরিকা সব আলেম দিচ্ছে।
এই জিহাদের ডাকটা যে ইহুদীদের বিরুদ্ধে দিচ্ছে, এবং সেই ইহুদিরা যদি মুসলমানদের এ জিহাদে কোন সময় যুদ্ধ করতে রাজি হয়ে যায়, কি হবে ভেবে দেখেছেন?
পুরো লেখাটা মনোযোগ দিয়ে পড়ুন, আর একটু ভাবুন, কারন এখন ভাবার সময় এসেছে।
ইহুদিদের বানানো ফেসবুক কিংবা ইউটিউবে বসে ডাক দিচ্ছে ইহুদিদের পণ্য বর্জন করে জিহাদ করো।
- ইহুদীরা যদি কাল ফেসবুক, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপসহ সকল যোগাযোগ মাধ্যম মুসলমানদের জন্য বন্ধ করে দেয়, তখন মুসলমানদের এ জিহাদের অংশগ্রহনের অস্ত্রটা কি হবে?
- ফেসবুক, টুইটার, ইউটিউব টিকে আছে কনটেন্টের উপর। এ মাধ্যমগুলোতে যত কনটেন্ট পোস্ট করবেন, তত এসব ইহুদীদের প্রতিষ্ঠানগুলোর ইনকাম। আর সেই ইনকামের একটা অংশ মুসলমানদের হত্যার জন্য ব্যবহৃত হয়। সেখানেই কনটেন্ট পোস্ট করে পণ্য বর্জনের আহবান জানানোর কনটেন্ট পোস্ট করছে জিহাদী মুসলিম ভাইয়েরা। যে পোস্ট করে ইহুদীদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে ডোনেট করছে মুসলিম জিহাদী ভাইয়েরা। আবার ওয়াজের ভিডিও ইউটিউবের চ্যানেলে পোস্ট করে যেমন সওয়াব কামাচ্ছে, আবার সেই সাথে ইহুদীদের ফান্ডেও কিছু ডোনেট নিয়মিত করছি।
আচ্ছা, একবার ভাবুনতো, আপনি ক্ষেপে গেলেই বলছেন ইহুদিদের পণ্য বর্জন করো, ইহুদিদের কোন কাজ ফ্রিল্যান্সাররা আর করবেনা, ক্লায়েন্ট বর্জন। ইহুদিরা কেন মুসলমাদের বর্জন করছেনা? তারা কেন যত ডিজিটাল প্রোডাক্ট বানিয়েছে, সেটা ব্যবহার করে মুসলমানরা ইহুদীদের বিরুদ্ধে যুদ্ধ করার উসকানী দেওয়ার পরও তারা মুসলমানদেরকে সেবা বন্ধ করার প্রতি আগ্রহী না??
এর উত্তর কি জানেন?
আপনি ইহুদীদের সেবা নিতে বাধ্য, এটাই ইহুদীদের বিজয়।
আপনি তাদের পণ্য ব্যবহার করেই তাদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিচ্ছেন, এটাই ইহুদিদের মুসলমানদের বিরুদ্ধে বিজয়। চূড়ান্ত যুদ্ধের সময় তারা এসব পণ্য ব্যবহার হয়তো মুসলমানদের জন্য বন্ধ করে দিয়ে, সেই যুদ্ধকে মুসলমানদের জন্য কঠিন করে দিবে। মুসলমানরাই জিতবে, কিন্তু অনেক হতাহত বাড়বে, মুসলমানদের এখনকার অজ্ঞতার জন্য।
আরেকটা প্রশ্নও করতে চাচ্ছি, এটা নিয়েও কঠিনভাবে ভাবুন।
উমর ফারুক (রাঃ) অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। খলিফা হিসেবে রাস্ট্রের বাজেট পরিকল্পনা, যুদ্ধ ও প্রতিরক্ষা পরিকল্পনা, শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা, জনগণের স্বাস্থ্য সেবার পরিকল্পনা আবার রাজ্যের বিচারকায্যেও উনি বিচারক হিসেবে সময় দিতেন। রাস্ট্র পরিচালক হিসেবে আরও অনেক নিয়মিত কাজ উনাকে করতে হতো। এত বিশাল দুনিয়াবী কাজে ব্যস্ত থাকতে গিয়ে নিশ্চিতভাবে উনি প্রচুর নামাজ পড়ার সময় দিতে পারতেন না। আরও অনেক ইবাদত করার সময় কিংবা সুযোগ পেতেন না। আমরা উনার কিছু ঘটনা জানি, উনি প্রায়ই সারারাত ছদ্মবেশে উনার রাজ্য ঘুরে জনগনের অভাবের খোজ নিতেন, এবং নিজেই কাধে করে অভাবীর ঘরে খাদ্য পৌছিয়ে দিতেন। তার মানে সেই সময় তাহাজ্জুদ পড়ার সময় মিস করতেন। হয়ত ২-৪ রাকাত পড়তে পারতেন, কিন্তু সারারাত জেগে ইবাদত করার সুযোগ মিস করতেন দুনিয়াবী এ দায়িত্ব পালনের জন্য।
এবার লেখার সমাপ্তি টানি, আর একটু সময় নিয়ে বাকিটা শেষ করুন। এবার কয়েকটি প্রশ্ন করে শেষ করবো।
- উমর ফারুক (রাঃ) সহ চার খলীফারা রাষ্ট্র পরিচালনা করতেন, সেটা কি আসলেই দুনিয়াবী কাজ? যদি সেটা সারারাত জেগে তাহাজ্জুদ পড়া কিংবা অন্য ইবাদতের চাইতে ওই দুনিয়াবী কাজগুলো কম সওয়াবের কাজ হতো, তাহলে মুসলিম জাতির শ্রেষ্ঠ এ মানুষগুলো কখনও কি এ দায়িত্বগুলো পালন করতেন নাকি দুনিয়াবী কাজের প্রেসারে ইবাদতে যথেষ্ট সময় দেওয়া যাচ্ছে না দেখে আল্লাহকে কাছে পাওয়ার জন্য সব কিছু থেকে দূরে থেকে সন্নাসীব্রত পালন করতেন।
- যদি রাস্ট্রযন্ত্র পরিচালনা করাটা দুনিয়াবী কাজ না হয়, সেটাও যদি অনেক সওয়াবের কাজ হয় তাহলে ফেসবুকের মত একটা প্রতিষ্ঠান কিংবা লিভার ব্রাদার্সের মত একটা কোম্পানী গড়ার সম্মিলিত প্রচেষ্টা আমাদের আলেম সমাজ নিচ্ছে না কেন? সেটা কি ওয়াজ করা, কিংবা মিছিল করে জ্বালাও পোড়ার করার চাইতে কম সওয়াব হবে?
- ইহুদীদের পণ্য ব্যবহার করে তাদের প্লাটফরম ব্যবহারে ইহুদীদের পণ্য বর্জন করার আহবান করলে ইহুদীদের জন্য বেশি ক্ষতি করতে পারবেন নাকি মসজিদে মসজিদে খুতবাতে কিংবা ফেসবুক ইউটিউবে ইহুদীদের এ পণ্যের বিকল্প পণ্য, বিকল্প যোগাযোগ তৈরির উদ্যোগ গ্রহণের আহবান জানানো এবং সম্মিলিত ফান্ডিং, সেটার জন্য পরিকল্পনাতে সময় ব্যয় করলে সেটাতে ইহুদিদের জন্য ক্ষতির সম্ভাবনা তৈরি করতে পারবেন।
- ইহুদিদের বিরুদ্ধে যদি এরকম পরিকল্পনা নেওয়া হয়, তাদের বিকল্প প্লাটফরম তৈরির উদ্যোগ নেওয়া হবে, তাহলে সেই উদ্যোগে টাকা দান করলে সেটা কি মসজিদে দানের চাইতে কম সওয়াব হবে? কিংবা এরকম একটা ফেসবুক, ইউটিউব কিংবা লিভার ব্রাদার্স, কোকাকোলার মত কোম্পানী তৈরি করাতে অনেক অনেক সময় ব্যয় করতে হবে, সেটি কি দুনিয়াবী কাজ হবে? সেই কাজ করতে গিয়ে কি আখেরাত ছুটে যাবে?
- ইহুদীদের আনুগত্য মেনে তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহবানকারী কি ভালো সেনাপতি নাকি তাদের আনুগত্যকে ছিন্ন করে তাদের প্যারালাল শক্তি তৈরির আহবানকারীকে পারফেক্ট সেনাপতি হিসেবে মানবো?
সব শেষের প্রশ্ন,
এ প্রশ্নের উত্তরগুলো দেওয়ার মত কোন আলেম কি আছেন?
ইহুদীদের পণ্য ব্যবহার করে তাদের পণ্য বর্জনের আহবানকারী আলেম অনেক আছে কিন্তু ইহুদীদের পণ্যের বিকল্প পণ্য তৈরির উদ্যোগ নেওয়ার আহবানকারী আলেমকে খুজে পাওয়া যাবে না।
আড়ংয়ের পণ্য বর্জনের আহবানকারী অনেককে দেখেছি, সেদিনো অনেক খুজেছি, অপেক্ষা করেছি, একজন আলেম পাওয়া যায় কিনা, আড়ংকে ঠেকাতে চলেন সব ইসলাম প্রেমীরা একসাথে ফান্ডিং করে আড়ংয়ের মত একটা প্রতিষ্ঠান তৈরি করে, এটাই হবে আড়ংয়ের বিরুদ্ধে প্রতিবাদ, আড়ংয়ের বিরুদ্ধে জিহাদ। সেদিনও এরকম জিহাদের আহবানকারী একজন আলেমকে খুজে পায়নি।
করোনা টিকা মুসলমানরা আবিস্কার করো, এটা আবিস্কার করা মুসলমানদের জন্য ঈমানী দায়িত্ব, এটাই এখন মুসলমানদের জন্য জিহাদ এ আহবান জানানোর মত একজন আলেম খুজছি।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০২১ ভোর ৬:২৩