খুব সহজ জিনিস! অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য এই পোস্ট। কিছু দিন আগে হঠাৎ করে এক ফ্রেন্ডের সাথে চ্যাটের একেবারে প্রথমদিকে কি কি কথাবার্তা হয়েছিল সেগুলো দেখতে ইচ্ছা হয়েছিল। খুঁজতে গিয়ে দেখি অলরেডি প্রায় ৬ হাজার প্লাস টেক্সট হয়ে গেছে, একটু একটু করে এতো টেক্সট পার হয়ে সেই পুরনো টেক্সট খুঁজে বের করা! খুবই প্যাড়াময় কাজ!




ফাও প্যাঁচাল এই পর্যন্তই! এবার কাজ শুরু করা যাক।
ফেসবুকের জেনারেল অ্যাকাউন্ট সেটিংস অপশনের নিচে 'ডাউনলোড আ কপি অফ ইওর ফেসবুক ডাটা' নামে একটি অপশন আছে। সেখানে ক্লিক করুন।
ডাউনলোড ইওর ইনফরমেশন নামে একটি পেজ আসবে। স্টার্ট মাই আর্কাইভে ক্লিকান।
আবারও স্টার্ট মাই আর্কাইভ!
এবার ওকে করুন!









আপনার মেইল অ্যাড্রেসে দুটো মেইল পাবেন, প্রথম মেইলে ডাইনলোডের পর কি কি পাবেন সেই ইনফো নিয়ে একটা লিঙ্ক থাকবে, এটায় না ঢুকলেও চলবে। দ্বিতীয় মেইলে পাবেন আপনার কাঙ্ক্ষিত লিঙ্ক! তারপর তো আর বলে দিতে হবে না নিশ্চয়ই!


আপনাকে মেইলের দিকে একটা চোখ রাখতে হবে। কারণ ডাউনলোড লিঙ্ক নিয়ে যে মেইলটা আসবে, বেশি সময় পার হয়ে গেলে লিঙ্ক আর কাজ করবে না। আমি তো প্রথমবার যখন দেখলাম মেইল করে পাঠিয়ে দেয়া হবে, ভাবলাম পরে একসময় ডাইনলোড করে নিলেই হবে। দু'দিন পর মেইল ঢুকে দেখি লিঙ্ক আর কাজ করে না! তারপর আবারও কমান্ড দিয়েছিলাম। কমান্ড দেয়ার প্রায় আধাঘন্টা মত পরে মেইলটা এসেছিল। আমার ফেসবুকে অ্যাক্টিভিটিস খুব কম থাকায় মাত্র ৭ এমবি ডাটা হয়েছিল।
পোস্ট কাজে লাগলে ট্রিট পাওনা থাকলো!



ডাউনলোড দেয়া হইলে এক কপি আমার ইনবক্সে পাঠায়ে দিয়েন অবশ্যই! ঠিকঠাক মত করতে পারলেন কিনা দেখতে হবে না!





সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:০৩