প্রায় পাঁচ মাস পর ব্লগে ফিরে এলাম আবার




সময় নিয়ে তৈরি করা বড় কোন পোস্ট নিয়ে হাজির হব ভেবেছিলাম। কিন্তু ব্যস্ততার কারণে সেটা সম্ভব হলো না




প্রিয় কিছু কবির প্রিয় কিছু কবিতার লাইন সবার সাথে শেয়ার করতে ইচ্ছে হলো। মন খারাপের দুপুরে বা ঘুম না আসা খুব রাতে যখন কবিতাবিলাস করি তখন এই কবিতাগুলো সঙ্গী হয় প্রায়ই...
মহাদেব সাহা
কিছুই লেখার নেই তবু
লিখো একটি পাখির শিস
একটি ফুলের ছোট নাম,
টুকিটাকি হয়তো হারিয়ে গেছে কিছু, হয়তো পাওনি খুঁজে।
সেইসব চুপচাপ কোন দুপুরবেলার গল্প
খুব মেঘ করে এলে কখনো কখনো বড় একা লাগে, তাই লিখো।
- চিঠি দিও
♥
মেয়েটি এখন একটু একটু
করে পড়তে শিখছে কান্না, আকাশের
মতো তারও মনে একটু একটু জমছে মেঘ,
এখন হয়তো
তার বৃষ্টিতে ভিজতে করে, মনে হয়,
মনে কী যেন বিষাদ,
যদিও বিষাদ শব্দটি সে মাত্র সেদিনই
প্রথম শুনেছে ।
- মেয়েটি এখন একটু একটু করে পড়তে শিখেছে দু:খ
♥
একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস বয়ে বেড়ায়,
কেউ জানে না।
একেকটি মানুষ নিজের
মধ্যে কীভাবে নিজেই মরে যায়, হায়, কেউ জানে না!
- মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস
♥
তুমি চলে যাবে বলতেই বুকের
মধ্যে মোচড় দিয়ে ওঠে
সেই থেকে অবিরাম কেবল পাড় ভাঙার শব্দ শুনি
পাতা ঝরার শব্দ শুনি-
আর কিছুই শুনি না।
- তুমি চলে যাবে বলতেই
♥
তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার
আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না।
- এক কোটি বছর তোমাকে দেখি না
♥
আজ সারাদিন বিষাদপর্ব, সারাদিন তুষারপাত-
মন ভালো নেই, মন ভালো নেই।
- মন ভালো নেই
হুমায়ূন আজাদ
ঐ অশ্রু বিন্দু পেরিয়ে এ জন্মে হয়তো
আমি তোমার কাছে পৌঁছুতে পারবনা;
তাহলে ,আগামী জন্ম গুলো আমি কার দিকে আসবো?
- তোমার দিকে আসছি
♥
আমি যে পৃথিবীকে চেয়েছিলাম, তাকে আমি পাই নি।
তখনো আমার সময় আসে নি। তখনো আমার সময় আসে নি।
আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে।
- আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে
♥
এবং রয়েছো তুমি
সবচেয়ে বিষাক্ত অস্ত্র প্রিয়তমা মৃত্যুর ভগিনী
তোমাকে ছুঁলে
দেখলে এমনকি তোমার নাম শুনলে
আমার ভেতরে লক্ষ লক্ষ আমি আত্মহত্যা করি।
- আত্মহত্যার অস্ত্রাবলি
♥
শুনেছি আমাকে ছেড়ে যাওয়ার পর
তুমি খুবই কষ্টে আছো।
আমি কিন্তু কষ্টে নেই-
শুধু তোমার মুখের ছায়া
কেঁপে উঠলে বুক জুড়ে,
রাতটা জেগেই কাটাই ।
সম্ভবত বিশটির মতো সিগারেট
বেশি খাই।
- আমাকে ছেড়ে যাওয়ার পর
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
সহজে যদিও ভালোবেসে ফেলি
সহজে থাকি না কাছে,
পাছে বাঁধা পড়ে যাই।
বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন-সুতো ধ’রে,
আমি শুধু যাই দূরে।
- উল্টো ঘুড়ি
♥
আমি যার শিয়রে রোদ্দুর এনে দেবো বলে কথা দিয়েছিলাম
সে আঁধার ভালোবেসে রাত্রি হয়েছে।
এখন তার কৃষ্ণপক্ষে ইচ্ছের মেঘ
জোনাকির আলোতে স্নান করে,
অথচ আমি তাকে তাজা রোদ্দুর দিতে চেয়েছিলাম।
- ফুলের কৃষ্ণপক্ষ
♥
পৃথিবী কি ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে
অথবা সীমিত হয়ে আসছে আয়তনে
আমি তার কিছুই বুঝতে পারি না!
তোমার কাছে পৌঁছাতে আমার এক
যুগ কেটে গেল।
- প্রচুর দূরত্ব হয়ে আছো
তসলিমা নাসরিন
আমি এখন মৃত্যু থেকে জীবনকে বলে কয়েও
সরাতে পারি না ,
জীবন থেকে মৃত্যুকে আলগোছে তুলে নিয়ে
রাখতে পারি না কোথাও আপাতত।
- সময়
♥
অনেকগুলো বছর পেরিয়ে যাবে, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না।
এক শহরেই, অথচ দেখা হবে না।
দেখা না হলে মনে হতো বুঝি বেঁচে থাকা যায় না,
কে বলেছে যায় না, দেখ, দিব্যি যায়!
তোমার সঙ্গে দেখা হয়নি কয়েক হাজার বছর, তাই বলে কি আর বেঁচে ছিলাম না?
দিব্যি ছিলাম!
- এক অপ্রেমিকের জন্য
♥
কাছে যতটুকু পেরেছি আসতে, জেনো
দূরে যেতে আমি তারও চেয়ে বেশী পারি।
- অভিমান
জীবনানন্দ দাশ
মৃত্যুরে কে মনে রাখে? - কীর্তিনাশা খুঁড়ে খুঁড়ে চলে বারো মাস
নতুন ডাঙার দিকে - পিছনের অবিরল মৃত চর বিনা
দিন তার কেটে যায় - শুকতারা নিভে গেলে কাঁদে কি আকাশ ??
- মনে হয় একদিন
♥
আমি তারে পারি না এড়াতে,
সে আমার হাত রাখে হাতে,
সব কিছু তুচ্ছ হয়,
পন্ড মনে হয়,
সব চিন্তা- প্রার্থনার সকল সময়
শূন্য মনে হয়,
শূন্য মনে হয়!
- বোধ
♥
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার-
তখন আবার যদি দেখা হয় তোমার আমার!
- কুড়ি বছর পরে
সুনীল গঙ্গোপাধ্যায়
একটি স্তব্ধতা চেয়েছিল
আর এক নৈঃশব্দ্যকে ছুঁতে
তারা বিপরীত দিকে চলে গেল,
এ জীবনে দেখাই হলো না!
- একটি স্তব্ধতা চেয়েছিল
♥
মানুষের ভিড়ে কোনো মানুষ থাকে না
অসম্ভব নির্জনতা চৌরাস্তায় বিহ্বল কৈশোর
এলোমেলো পদক্ষেপ, এতদিন পরে তুমি এলে?
- অপরাহ্নে
♥
কাচের চুড়ি ভাঙার মতন মাঝে মাঝেই ইচ্ছে করে
দুটো চারটে নিয়ম কানুন ভেঙে ফেলি
ইচ্ছে করে লণ্ডভণ্ড করি এবার পৃথিবীটাকে
মনুমেন্টের পায়ের কাছে দাঁড়িয়ে বলি
আমার কিছু ভাল্লাগে না।।
- ইচ্ছে
♥
এই হাত ছুঁয়েছে নীরার মুখ
আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি?
- সত্যবদ্ধ অভিমান
শক্তি চট্টোপাধ্যায়
ভালোবাসা পেলে সব লন্ডভন্ড করে চলে যাবো
যেদিকে দুচোখ যায়- যেতে তার খুশি লাগে খুব ।
আমি কি ভীষণ ভাবে তাকে চাই ভালোবাসা জানে।
- চতুর্দশপদী কবিতাবলী
♥
অবনী বাড়ি আছো?
দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া
কেবল শুনি রাতের কড়ানাড়া
অবনী বাড়ি আছো?
- অবনী বাড়ি আছো
♥
যেতে পারি
যে-কোন দিকেই আমি চলে যেতে পারি
কিন্তু, কেন যাবো?
- যেতে পারি, কিন্তু কেন যাবো?
♥
বৃষ্টি নামলো যখন আমি উঠোন-পানে একা
দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাব দেখা
কিন্তু তুমি নেই বাহিরে - অন্তরে মেঘ করে
ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে!
- যখন বৃষ্টি নামলো
নির্মলেন্দু গুণ
একদিন কোথাও যাব না, শূন্যস্থানে তুমি
কিম্বা অন্য কেউ বসে থেকে বাড়াবে বয়স।
একদিন তোমাকে শাসন করা অসম্ভব ভেবে
পূর্ণিমার রাত্রে মরে যাব।
একদিন সারাদিন কোথাও যাব না ।
- পূর্ণিমার মধ্যে মৃত্যু
♥
কতবার যে আমি তোমোকে স্পর্শ করতে গিয়ে
গুটিয়ে নিয়েছি হাত-সে কথা ঈশ্বর জানেন।
তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও
কতবার যে আমি সে কথা বলিনি
সে কথা আমার ঈশ্বর জানেন।
তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য। শুধু তোমার জন্য।
- শুধু তোমার জন্য
♥
তার চেয়ে চল এক কাজ করি, তুমি কান পেতে শোনো,
তুমি শুধু শোনো, আর আমি শুধু বলি, বলি, ভালবাসি।
- টেলিফোনে প্রস্তাব
♥
অইখানে থাকে প্রেম, থাকে স্মৃতি, থাকে সুখ, প্রেমের সিম্ফনি;
অই বুকে প্রেম ছিল, স্মৃতি ছিল, সব ছিল তুমিই থাকো নি ।
- ওটা কিছু নয়
♥
প্রিয়জন চলে গেলে মানুষই ব্যথিত হয়,
আকাশ নির্বিকার, আকাশ কখনও নয়।
তোমরা মানুষ, তাই সহজেই দুঃখ পাও,
হে ঈশ্বর, আমাকে আকাশ করে দাও।
- আকাশ ও মানুষ
♥
শুধু তোমাকে একবার ছোঁব,
তারপর হব ইতিহাস।
- আকাশ সিরিজ
♥
বড়োরাও খেলাঘর করে ।
তাদের বাসন-কোসনগুলো আকৃতিতে বড়ো,
তাদের কামনা বাসনার মতো ।
তারা তাদের খেলাঘরের নাম রাখে সংসার ।
শিশুদের মতো তারাও ক্লান্ত হয় ,
তারাও সংসার ভাঙ্গে, কিন্তু শিশুদের মতো
তারা ঘুমুতে পারে না ।
- খেলাঘর
হেলাল হাফিজ
কোনদিন, আচমকা একদিন
ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,-
‘চলো যেদিকে দুচোখ যায় চলে যাই’,
যাবে?
- অচল প্রেমের পদ্য
♥
হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি
নয় তো গিয়েছি হেরে
থাক না ধ্রুপদী অস্পষ্টতা
কে কাকে গেলাম ছেড়ে।
- অচল প্রেমের পদ্য
♥
নিউট্রন বোমা বোঝ
মানুষ বোঝ না!
- অশ্লীল সভ্যতা
♥
কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়,
আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।
আমি আর কতোটুকু পারি ?
এর বেশি পারেনি মানুষ।
- পৃথক পাহাড়
♥
আমার জীবন ভালোবাসাহীন গেলে
কলঙ্ক হবে কলঙ্ক হবে তোর,
খুব সামান্য হৃদয়ের ঋণ পেলে
বেদনাকে নিয়ে সচ্ছলতার ঘর বাঁধবো নিমেষে।
- যুগল জীবনী
♥
উথাল পাথাল করে সব কিছু ছুঁয়ে যাই
কোনো কিছু ছোঁয় না আমাকে,
তোলপাড় নিজে তুলে নিদারুণ খেলাচ্ছলে
দিয়ে যাই বিজয় তোমাকে।
- অহংকার
♥
আর না হলে যত্ন করে ভুলেই যেয়ো, আপত্তি নেই৷
গিয়ে থাকলে আমার গেছে, কার কী তাতে?
আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি।
- প্রস্থান
♥
ইচ্ছে ছিল রাজা হবো
তোমাকে সাম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো,
আজ দেখি রাজ্য আছে
রাজা আছে
ইচ্ছে আছে,
শুধু তুমি অন্য ঘরে।
- ইচ্ছে ছিলো
♥
তোমাকে শুধু তোমাকে চাই, পাবো?
পাই বা না পাই এক জীবনে তোমার কাছেই যাবো।
ইচ্ছে হলে দেখতে দিও, দেখো
হাত বাড়িয়ে হাত চেয়েছি রাখতে দিও, রেখ।
- অমিমাংসিত সন্ধি
♥
কেউ জানে না আমার কেন এমন হলো।
কেন আমার দিন কাটে না রাত কাটে না
রাত কাটে তো ভোর দেখি না,
কেন আমার হাতের মাঝে হাত থাকে না; কেউ
জানেনা।
- যাতায়াত
♥
কেউ ডাকেনি তবু এলাম, বলতে এলাম ভালোবাসি।
- যাতায়াত
জয় গোস্বামী
তোমার হাত ধরে আমি দাঁড়িয়েছি বৃষ্টির ভিতরে
"ভিজে যাবে' -তুমি বলছ, "সরে এসো ছাতার তলায়'
আমাদের একটাই ছাতা। তাতে দুজনেরই চলে যায়।
দুজনে দাঁড়িয়ে আছি। দুজনে দাঁড়িয়ে থাকব। যতদিন পাশে থাকা যায়।
- প্রেম বোলে তো
♥
মেঘ করে আসবেই। পথ ঝাপসা হবেই বৃষ্টিতে
পা পিছলে তলিয়ে যাবে, তার আগে যতক্ষণ পারো
আঙুলে আঙুলে আঁকড়ে রাখো।
- সাঁকো
♥
প্রথমে বুঝিনি, কিন্ত আজ বলো, দশক শতক ধ'রে ধ'রে
ঘরে পথে লোকালয়ে স্রোতে জলস্রোতে আমাকে কি
একাই খুঁজেছো তুমি ? আমি বুঝি তোমাকে খুঁজিনি ?
- স্পর্শ
♥ ♥ ♥
এই পর্যন্তই


সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৭