কিছু দিন আগেই একটা ছোট পোস্ট দিয়েছিলাম কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো সে নিয়ে। আজই একটা অ্যাকাউন্ট খুলে এলাম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে। ই-সেভার্স অ্যাকাউন্টটা আমার মনে ধরেছিলো খুব, সেটাই করালাম। আগের পোস্টটা লেখার সময় তেমন কিছু জানতাম না। কিন্তু এরপরে বিস্তর ঘাঁটাঘাঁটি করেছি এই নিয়ে।
অফিসিয়াল ওয়েবসাইটেই অনেক কিছু দেওয়া আছে। তবু সশরীরে ধানমন্ডি শাখায় গিয়ে একদিন ঢুঁ মেরে আসলাম। আমার তো ধারণা ছিলো এখানে অ্যাকাউন্ট খুলতে প্রচুর টাকা লাগবে। কিন্তু তেমন কোন বিভ্রাটে পড়তে হয়নি। অ্যাকাউন্টের ব্যাপারে খোঁজখবর নিতে পেরেছি নির্বিঘ্নেই।
বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম নিয়ে আমার মনে অনেক সন্দেহ কাজ করে। তাই নতুন অ্যাকাউন্ট খোলার সময় একটু দোটানায় ছিলাম। তারপরও দেখে ভালো লেগেছে যে এখানে আন্তর্জাতিক মানটা বজায় রাখার একটা চেষ্টা আছে। কাস্টমার ম্যানেজমেন্টও ভালো।
সব কথার শেষ কথা, কষ্টের টাকার একটা গতি হলো শেষমেশ। অ্যাকাউন্টে মাসে গড়ে পঞ্চাশ হাজার থাকলেই যথেষ্ট। ডেবিট কার্ডও পাচ্ছি। আর যেখানেই যাই, মোবাইলটা তো সাথেই থাকে। সেটা হলেই হলো, আমাকে আর ব্যাংকে দৌড়াতে হবে না! এই বা কম কি?
আমার আগের ব্লগে যারা যারা আমাকে এই ব্যাংক একাউন্ট ওপেন করার ব্যাপারে পরামর্শ দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।