এখন ডিভোর্স আগের চেয়ে কমেছে। গাণিতিকভাবে এটা আমি আপনাদের প্রমাণ করে দেবো।
ডিসেম্বর, ২০২০ এ প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী ঢাকায় দিনে ৩৯টা ডিভোর্স হয় অর্থাৎ প্রতি ৩৭ মিনিটে হয় ১টি ডিভোর্স।
২০২১ এ কালের কণ্ঠের রিপোর্ট অনুযায়ী ৩৮ মিনিটে হয় একটি ডিভোর্স।
গতবছর হয়েছে ঢাকায় ৪০ মিনিটে ১টি! তথ্যসূত্র প্রথম আলো।
তাহলে ঢাকায় ডিভোর্স আগের চেয়ে দিন দিন কমছে, এটা প্রমাণিত। এ থেকে বোঝা যায়, ডিভোর্সের মূল যে কারণ, *বিয়ে*, ওটাই কমে গেছে!
দ্বিমত ভাই/বোনেরা স্বাগতম।
রইলো এ সংক্রান্ত আমার লেখার দুটি লিংক।
আজ দুজনার দুটি পথ.
আজ দুজনার দুটি পথ ২
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২৩ বিকাল ৩:৩৯