হ্যাট অর্থ টুপি, আর টুপি হলো মাথা আচ্ছাদন করার জিনিস। আনুষ্ঠানিক বা ধর্মীয় কারণে, ফ্যাশন আনুষঙ্গিক হিসেবে, সামরিক, জাতীয়তা বোঝাবার জন্য সাধারণত টুপির ব্যাবহার হয়ে থাকে। নিরাপত্তার জন্য আমরা যে হেলমেট ব্যাবহার করে থকি সেটাও এক ধরনের টুপি। টুপি নিয়ে এই কথাগুলো আমরা সবাই জানি। এই টুপি'র বিভিন্ন ধরণের নাম ও প্রকারভেদ রয়েছে। সেই প্রকারভেদের মধ্যে অল্প কিছু নাম ও ছবি নিয়ে এই পোস্ট।
ইতিহাস ঘাটা ঘাটি করলে দেখা যায় যে আদিম কাল থেকেই মানুষ গাছের পাতা দিয়ে টুপি বানিয়ে রোদ, বৃষ্টি থেকে নিজেদের মাথা রক্ষা করবার চেষ্টা করত। কেউ কেউ পশু পাখির চামড়া, পালক দিয়ে টুপি বানিয়ে গোত্রের ভিতরে তার অবস্থান প্রকাশ করত। প্রাচীন কিছু গ্রিক মূর্তি দেখে মনে করা হয় সেই সময়ও টুপির প্রচালন ছিল।
ইতিহাস ঘাটা ঘাটি করতে গেলে রাত কাবার হয়ে যাবে সুতরাং ইতিহাস ঘাটা ঘাটি না করি। আগেই বলেছি টুপি নানা বর্ণের নানা ঢঙ্গের হয়ে থাকে। পৃথিবীতে সব দেশের মানুষই টুপি ব্যাবহার থাকে। এই ব্যাবহৃত টুপির মধ্যে জনপ্রিয় টুপিগুলোর কয়েকটি ছবি ও নাম তুলে ধরলাম।
Stetson
Stetson হলো John B. Stetson Company দ্বারা নির্মিত টুপির একটি ব্র্যান্ড। তবে মূলত Boss of the Plains টুপির সংস্করণ টুপিকে Stetson Hat বলা হয়। এটি "Cowboy Hat" নামে বেশি পরিচিত। এই টুপি সাধারণত পানিরোধী হয়ে থাকে।
এখনো তুমুল জনপ্রিয় টুপিটি পুরুষদের পাশা পাশি ফ্যাশন আনুষঙ্গিক হিসেবে নারীরা ব্যাবহার করে থাকে।
Baseball cap
cap বলতে আমরা যে টুপি বুঝি সেটাই মুলত Baseball cap। সবথেকে জনপ্রিয় এই টুপিটি ১৮৬০ দিকে প্রথম দেখা যায় বেসবল প্লেয়ারদের মাথায়। সূর্য আলো রোধ করবার জন্য তারা এই টুপি পরত। ১৯৪০ আধুনিকায়ন করার পর টুপিটি জনপ্রিয়তার শির্ষে চলে আসে।সাধারণত স্পোর্টস অথবা একটি বাণিজ্যিক বিপণন কৌশল হিসেবে ব্যবহার করার সময় প্রাসঙ্গিক কোম্পানির নাম, ডিজাইন বা লোগো থাকে এই টুপিতে। টুপি পিছনে মাথার মাপ অনুযায়ী পরার জন্য একটি প্লাস্টিক, Velcro, বা ইলাস্টিক ফিটার থাকতে পারে।
পৃথিবীর প্রয় সব দেশের সামরিক বাহিনীসহ সকল সরকারী- বেসরকারী- চ্যারিটি প্রতিষ্টান গুলোও এই টুপি ব্যাবহার করে থাকে।
জনপ্রিয় টুপিটি পুরুষদের পাশা পাশি নারীরাও ব্যাবহার করে থাকে।
Ascot cap
Ascot cap - Cuffley cap অথবা Lippincott cap নামেও পরিচিত। এটি উল এবং পশম দিয়ে বানানো হয়ে থাকে। সাধারণত আমরা নিয়মিত যে জামা কাপড় ব্যাবহার করে থাকি তার রঙের সাথে মিল রেখে এই টুপি পরা হয়।
১৯০০ সালের দিকে তুমুল জনপ্রিয় টুপিটি পুরুষদের জন্য হলেও ফ্যাশন আনুষঙ্গিক হিসেবে নারীরা ব্যাবহার করে থাকে।
Taqiyah
Taqiyah (also spelt "tagiya"; Arabic: طاقية / ALA-LC: ṭāqīyah) এটি মুসলিমদের টুপি বলে সারা বিশ্বে পরিচিত। সারা বিশ্বে দেখা যায় মুসলিম টুপি বিভিন্ন ধরণের হয়ে থাকে। প্রতিটি দেশ বা অঞ্চলে সাধারণত এক একটি ভিন্ন ডিজাইনের টুপি ব্যাবহৃত হয়।
নামাজ আদায় ছাড়াও মুসলিমরা এই টুপিটি পরিধান করে থাকে নবী'র সুন্নাত হিসেবে।
Fedora
১৮৯০ সালের দিকে এই টুপিটি জনপ্রিয়তা লাভ করে। প্রায় সব রঙের হয়ে থাকে তবে কালো ধূসর এবং গাঢ় বাদামী টুপিগুলো সর্বাধিক জনপ্রিয়। গোঁড়া ইহুদীরা তাদের দৈনন্দিন পরিধানের টুপি হিসাবে কালো fedora ব্যাবহার করে থাকে।
টুপিটি পুরুষদের জন্য হলেও ফ্যাশন আনুষঙ্গিক হিসেবে নারীরা ব্যাবহার করে থাকে।
Graduate cap
এই টুপিটি square academic cap/ mortarboard নামেও পরিচিত। চারকোনা আকৃতির এই টুপিটি গাউনের সাথে সাধরণত পরা হয়। বিশ্বের প্রায় সব দেশে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি খেতাবের অনুষ্ঠানে এটি পরা হয়।
নারী পুরুষ উভই এই টুপি ব্যাবহার করে থাকে অনুষ্ঠান গুলোতে।
পোস্ট অনেক বড় হয়ে যাচ্ছে সুতরাং দ্রুতো কিছু টুপির নাম ও ছবি দেখে নেব।
Flat cap
Akubra
Barretina
Balmoral bonnet
Bearskin
Bicorne
Fez
Panama
Sun hat
Top hat
মাথাল
ছবিটির জন্য ধন্যবাদ *কুনোব্যাঙ*
টুপির সাইজ নিয়ে ছোট একটি তথ্য।
দারুন একটি ছবি দিয়ে শেষ করছি। ১৯১৮ সালে তৃতীয় লিবার্টি লোন সমাবেশে তোলা ছবিটিতে প্রায় সবাই টুপি পরে আছে।
বিঃ দ্রঃ সকল তথ্য ও ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত।
সামুতে টুপি বিষায়ক কোন পোস্ট আমার চোখ এড়িয়ে কাকতালিয় ভাবে এই পোস্টের সাথে যদি মিলে যায় তার জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করছি।
ধন্যবাদ।