সকল ব্লগার, ফেসবুকার, আস্তিক, নাস্তিক, ছাগু, ভাদা, মুক্তমনা, বিজ্ঞান মনস্ক, বিজ্ঞানী প্রমুখ দের কাছে জানতে চাই-
নিউটন, আর্কিমিডিস, নীলস বোর, রাদারফোরর্ড, আল বিরুনী, ইবনে সিনা, গ্রেগর জোহান মেন্ডেল, ম্যাক্সওয়েল, গ্যালিলিও, আইনস্টাইন, কেপলার, প্রমুখ ব্যাক্তিগন কি বিজ্ঞানী ছিলেন? আইজাক আজিমভ, জুল ভার্ন প্রমুখ ব্যাক্তিগন কি বিজ্ঞান মনস্ক ছিলেন? উত্তর “হ্যাঁ” হলে আমার প্রশ্ন, উনারা কি নাস্তিক ছিলেন? উত্তর “না” হলে আমার জিজ্ঞাসা উনারা কে কোন ধর্মের ছিলেন? আর উত্তর “না” হলে, উনারা কি কারো ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত করে কোন উক্তি বা বিবৃতি বা বই লিখেছিলেন?
আমার অবস্থান পরিষ্কার করি, বিচার বহির্ভুত যে কোন হত্যাকাণ্ডই অসমর্থন যোগ্য।