ঘটনার শুরু সিনেমা হল থেকে .....
এক টিকিটে দুই ছবি।
প্রথম টা একটা মারদাঙা চাইনিজ সিনেমা।হলের সামনে বিশাল পোষ্টার।
পোষ্টার দেখে আগা-মাথা কিছু বোঝা যায় না।মফশ্বল শহরের সিনেমা হল।হলের সামনে দু-তিনটা ভ্যান দাড় করানো।
একটা খেজুর গাছ।
চৈত্র মাসের কাঠফাটা রোদ। সিনেমার শো শেষ হবে ১ টায়। আধ ঘন্টা বিরতি এর পর পরের শো বেলা আড়াইটায়।
হলের সামনে এক ফেরিওয়ালা আচার নিয়ে বসা।
পাশের দোকান থেকে খেয়ে নিতে পারেবন পাকা কলা
কাটফাটা রোদে সিনেমা হলের পাশে গাছে ঝুলছে এই তেতুল, ছোট গাছ, চাইলে আপনি হাত দিয়ে পেড়ে খেতে পারবেন।
পাশের মুদি দোকানে বয়ামে রাখা
সিনেমার তো এখনো অনেক দেরি। তবে আসল কথা হল যাদের এই ছবি দেখে লুল আসছে, তাদের আসলে এক টিকিটে দুই ছবি দেখা ঠিক হবে না।
...........
এক টিকিটে দুই ছবি নিয়ে ভাবতাছি একখান ধারাবাহিক লিখবো।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৩