সেই সকাল ৯ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জী হুজুর জী স্যার করা আমাকে দিয়ে আর হচ্ছে না।কোন কাজ নেই,তারপরও অফিসে বসে থাকুন।কাটায় কাটায় ৬ টা না বাজলে অফিস থেকে বের হওয়া যাবে না।
এক মাসের বেতন পরের মাসের ২৩ তারিখ।
আমি না হয় চলতে পারলাম।কিন্তু যারা পিয়ন বা ওই রকম ছোট পদে চাকুরি করে তারা কি করে চলবে?
ভাবছি ছোট একটা ব্যাবসা করবো। পল্টনে একটা অফিসের একটা কামরা ৪,০০০/- ভাড়া নিয়েছি। আমার কিছু বন্ধু যারা এখনো বেকার,তাদের কয়েক জনকে আমার ঐখানে কাজের ঠিক করে রেখেছি।ওদের বলে রেখেছি।শুরুতে তেমন কিছু দিতে পারবো না।শুধু হাত খরচ কিছু দিবো।
বেশ কিছু ইনভেস্টর খুজে বের করতে হবে।দুজন কে অনেক বলেকয়ে রাজি করিয়েছি।যা নিয়ে শুরু করবো ঠিক করেছি।
জিনারেল সেকশনঃ
এডুকেশন,কলম,পেন্সিল,খাতা,কয়েল,
ইঞ্জিনিয়ারিং সেকশনেঃ
বিল্ডিং এর ইলেক্ট্রিক্যাল ওয়ারিং, পিএফআই, মটর,সাবস্টেশন,সোলার,এসি,লাইটিং।
সাথে এডফার্ম এবং ইন্টিরিয়র ডিজাইনিং
সোশ্যাল ওর্য়াকঃ জিলা পর্যায়ের গ্রামের স্কুল গুলোতে ইন্সপায়ারেশন এডুকেস্নস একট্রিভিটিক্স। লাইকঃ গনিত অলিম্পিয়াড, সাইন্স ফেয়ার, সাহিত্য সাময়িকি।
আশা করছি ১৫ থেকে ২০ জন ছেলের কর্মসংস্থান হয়ে যাবে।আকাশ ছোয়ার আশা নিয়ে অজানা অচেনা কঠিন পথে পা বাড়ালাম।সামনের পথ জানা নেই।জানি না কি কি বাধা আসবে?তার পরও স্বপ্ন দেখি সফল হবো।
ইচ্ছে আছে মিল্ক ভিটার মত আমাদের ইঊনিয়নে একটা সমবায় গড়ে তোলার।
...........................
হয়ত আরেকটা কোম্পানিতে আর একটা চাকরি নেয়া যেত। কিন্তু আমার মনে হয় মানুষের জন্য আরো ভাল কিছু দরকার আছে।
............................
সবশেষে একটা আবেদন ব্লগে অনেক বিষয়ে এক্সপার্ট মানুষের দেখা পেয়িছি।কখনো যদি কারো সাহায্য আসি দয়া করে জানাবেন।আর আপনারা ও সাহায্য অব্যাহত রাখবেন।
trianglepower2010@gmail.com
বিঃদ্রঃ সামুর ফোনেটিক টা টিক মত কাজ করছে না। লেখার ভুল হতে পারে।