এসে গেল নতুন আর একটা বছর।
সেই সাথে বিদায় ঘন্টা বেজে গেল ২০১০ সালের।

ভাল খারাপ যাই হোক,যেমন যাক,চাই আগামী বছর ভাল কাটুক সবার।

_____________________
সামুর ব্লগের সকল সদস্যের ব্লগীয় বছর ২০১০ ভাল না গেলেও অনেকের ব্লগই দারুন হিট হয়েছে।কে কেউ এক কি দু-লাইনের পোষ্ট দিয়েও হাজারের উপর কমেন্টস পেয়েছে।(প্রভা সংক্রান্ত )

আবার কেউ অসাধারণ পোষ্ট দিয়েও হিন্দি ছবির মত ফ্লপ খেয়েছেন।অজানা কারণে কেউ পড়েনি।

.............
যাই হোক আসুন সকলে মিলে আগামী বছরের ব্লগীয় ইশতেহার পেশ করি।আগামী বছর আপনি কী বোর্ডের ক্ষমতা দখলে করে,কি কি করবেন।
সামুর পাঠক কুলের জন্য কি থাকবে আপনের পোষ্টে?
.............
আমি যদি আগামী বছর,আবার কী বোর্ডে টাইপ করার ক্ষমতা পাই,এবং সামুতে নিয়মিত বসার সুযোগ পাই তবে.......
১। আমি সামুকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিবো।

২।আমি চেতন-অচেতন,জলে-স্থলে,কোন-কানছিতে যেখানেই ছাগুর দেখা পাইবো,তখনই তাকে গদাম সহ মাইনাচ দিব।

৩। অযতা কারো পোষ্টে আনন্দ লাভের জন্য মাইনাস দিবো না।(ছাগু পোষ্ট বাদে)
৪। আমাকে মাইনাস প্রদান কারিদের আমি হাসি মুখে প্লাস দিয়া আসবো।

৫।আমি কখনই এই ক্ষমতার অপব্যবহার করবো না।
................
আসুন সকলে মিলে নিজ নিজ ইশতেহার পেশ করি।
শুভ ব্লগীং ২০১১..