ফরাসি একদল বিজ্ঞানী দীর্ঘ গবেষণা শেষে জানিয়েছেন, লিওনার্দো দ্য ভিঞ্চির ছবি আঁকার কৌশলের ওপর তারা নতুন করে আলোকপাত করতে সক্ষম হয়েছেন।
যার ফলে তারা বুঝতে সক্ষম হয়েছেন, কেন শিল্পীর সৃষ্টি মোনালিসা এত সুন্দর?
ক্যানভাসের ওপর রঙ-তুলির আঁচড়ে অবলীলায় ফুটে উঠেছে একটি নারীর মোহনীয় হাসি, রহস্যময় চাহনি আর অনবদ্য রূপলাবণ্য। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় এ চিত্রকর্মটি কেন এত জীবন্ত মনে হয়?
কেন তার হাসি দেখে মুগ্ধতার আবেশ ছড়ায় মনে? শিল্পীর কি সেই কুশলী কৌশল? এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে সম্প্রতি একটি গবেষণা চালিয়েছেন ফরাসি বিজ্ঞানীরা।
গবেষণা শেষে তারা জানান, এক্স-রে স্ক্যানারের সাহায্যে লিওনার্দোর বিখ্যাত ৭টি চিত্রকর্মের প্রতিটির উজ্জ্বলতার স্তর ও রঙের প্রয়োগ; তুলি ও তা ব্যবহারের ধরন এবং ছবি আঁকার অন্য সব কৌশল তারা চিহ্নিত করতে সক্ষম হয়েছেন।
এর ফলে তারা বুঝতে পেরেছেন কেন মোনালিসা এত সুন্দর।
২ নং ছবি আর এক রহস্য।
হাজারো গভেষণা চলছে তার সৃষ্টি নিয়ে।এই ছবিটি ভালো করে খেয়াল করুন।দেখুন এখানে দুটি মানুষের প্রতিকৃতি আকা আছে। বলতে হবে কোন মানুষটি সামনে আর কোন মানুষটি পিছনে?
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:৩৬