পোলারা কি মাইয়াগো লগে গোস্বা করছে নাকি?
আগে মাসে ২/৩ টা বিয়ের দাওয়াত পেতাম।ঈদের পরপর ২/৩ টা দাওয়াত থাকতো একদিনে।আর গত এক বছরে মাত্র ৬ টা বিয়ের দাওয়াত খেয়েছি।যা আমি কোন ভাবে মেনে নিতে পারছি না।
ইস কি দিন গুলো না গেছে।বিয়ের দাওয়াত শুনলেই শুরু হয়ে যেত আমার প্রস্তুতি।স্নু-পাউডার মেখে।ভাল করে সেন্ট-স্প্রে মেখে সবার আগে রেডি হয়ে বসে থাকতাম।

কি আনন্দ সবার মনে!!! সবাই নিজেকে সুখী প্রমাণ করার জন্য কিই না করত!!আমার ও ভালো লাগতো....কত মানুষ! কত আনন্দ।মনে মনে ভাবতাম বর-কনের মনে আজ কেমন লাগতাছে।আজ দিনই তো তাদের।

আর চামে আমি আমার জনকে খুজতাম।
মাঝে মাঝে দ-একজনকে মনে ধরে যেত,আর তখনই বেরসিকের মত কোথা থেকে এক পিচ্চি এসে .......আম্মু বলে তাকে জরিয়ে ধরতো।


আর ওরে কি সাজের বাহার? আমি তো তাগো সাজ দেখে একটা বিউটি পার্লার দিতে চাইতাম মাঝে মাঝে........

আর খানা পিনা? ওহ তা আর বলতে.......তবে টেবিলে ইয়াং স্মার্ট কোন মেয়ে বসলে সর্বনাশ হয়ে যেত!!! আহ ভাব ধরতে গিয়ে আরাম করে খাওয়া যেত না।



আমি তখন ঠিক করেছি..আমার বিয়েতে কম করে হলেও এক লক্ষ মানুষকে দাওয়াত খাওয়াব।তবে কোন গিফট আনা চলবে না।
ব্লগের সবাইরে অগ্রিম দাওয়াত।
আমার সেই প্রথম প্রেম,পরিচয়.....হয়েছিল একটা বিয়ের অনুষ্ঠান থেকেই।তার চাচার বিয়ে ছিল।যে প্রেমের সমাপ্তি হয়েছিল তার বিয়েতে গিয়ে। আহ সেদিনের রোষ্টা বড়ই টেষ্টি ছিল।



আহ কি সব দিন গুলো!!!!
আর এখন তো মানুষের অর্থনৈতিক অবস্থাও ভালো হয়েছে।তার পর ও যাদের সময় হয়েছে........।তাদের বিয়ের কথা বললেই বলে পরে।
কিন্তু কেন?


বড় রা না করলে আমাদের যে অসুবিধা হয়।তারা কি সেটা বুঝে না?