বর্তমানে কিছু পাকিস্তানি জারজ,ছাগু,ছাগুর বাচ্চা,সাথে কিছু হাইব্রিড মর্ডান শুশীল ব্লগে প্রকৃত মুক্তিযোদ্ধা নিয়ে প্রশ্ন তোলে।
তাদের কে বলছি.......সকল মুক্তিযোদ্ধাই প্রকৃত মুক্তিযোদ্ধা।
তোদের রাজাকার আলবদর আলসামস বাপেরা বাদে ঐ সময়ের সকল বাংলাদেশী মানুষেরাই মুক্তিযোদ্ধা।
জায়নামাজে বসে যে মা দুহাত তুলে খোদার কাছে স্বাধীনতার জন্য দোয়া চেয়েছে,,,, ঐ মা মুক্তিযোদ্ধা।সন্তানকে নিশ্চিত মৃত্যু জেনেও যুদ্ধে পাঠিয়েছে সেও মুক্তিযোদ্ধা।
যে বধু তার স্বামীকে হাসিমুখে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে পাঠিয়েছে, সে ও মুক্তিযোদ্ধা।
যে বোন তার সন্মান হারিয়েছে, সেও মুক্তিযোদ্ধা।
যে ভাই তার ভাইকে হারিয়েছে,সেও মুক্তিযোদ্ধা।
যে কৃষক তার গরীর ঘরে মুক্তিযোদ্ধাদের নিজেরা না খেয়ে খেতে দিয়েছে সেও মুক্তিযোদ্ধা।
যে ছোট শিশুটি খেলার ছলে তোদের পাকি আব্বাদের ঠিকানা মুক্তিযোদ্ধাদের কাছে এনে দিয়েছে, সে ও মুক্তিযোদ্ধা।
ছাগুর বাচ্চা ছাগু..............শুনে রাখ............তোদের রাজাকার আলবদর আলসামস বাপগুলা ছাড়া সে সময় বাংলাদেশের সব মানুষই মুক্তিযোদ্ধা ছিল।
তাই মুক্তিযোদ্ধাদের হিসাবের দরকার নাই। মুক্তিযোদ্ধারা কখনো ভুয়া নয়।শুধু তোদের কিছু জারজ রাজাকার বাপেরা এখন সময়ের সুবিধা পেতে আর নিজের পরিচয় লুকাতে নিজেরে মুক্তিযোদ্ধা হিসাবে সাজাচ্ছে।
তাই তোদের রাজাকার বাপগুলাকে খুজে বের করলেই ...........চলবে।
মনে রাখিস,
নবীজি যে দেশকে নিজের মায়ের সাথে তুলনা করে মাতৃভুমি বলেছেন,সে জন্মভুমির সাথে বেঈমানী করা রাজাকার দের পরকালে খোদাও মাফ করবে না।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৫৬