আইডিএম, মানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নামক ডাউনলোড ম্যানেজারটির সুনাম শুনে অনেকেই ব্যবহার করতে আগ্রহী হয়ে থাকেন। কিন্তু তিনি যদি হন নতুন ব্যবহারকারী, তবে খবর আছে!!







আজাইড়া প্যাচাল বাদ দিয়ে শুরু করছি।
সবচাইতে ভালো হয়, সবসময় লেটেষ্ট ভার্সনের সাথে বসবাস করলে।

লিংকঃ Click This Link
বড় করে দেখতে চাইলে....
ডাউনলোড কমপ্লিট হলে ইনষ্টল করুন।
এরপর, http://www.mediafire.com/?znimrqetdtz এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন মাত্র ৮৬ কিলোবাইট ওজনসম্পন্ন একটি কঠিন জিনিস! ডাউনলোড শেষ হলে জিপ ফাইলটি এক্সট্র্যাক্ট করুন। এরপর ভেতরে দেখুন, "Patch" নামক একটি অতি কঠিন বাটপাড়ি ক্ষমতাসম্পন্ন ফাইল আছে।
সাধারণতঃ আইডিএম ফ্রি ব্যবহার করা যায় মাত্র ১৫ দিন।

যাই হোক, এই "Patch" ফাইলটি কপি করে নিয়ে গিয়ে পেষ্ট করুন সেইখানে, যেখানে আপনি আইডিএম ইনষ্টল করেছেন। সাধারণতঃ আমরা সবাই ইনষ্টল করে থাকি "সি" ড্রাইভে, প্রোগ্রাম ফাইলসে। সেইখানে গিয়ে আইডিএম এর ফোল্ডারটি ওপেন করুন এবং পেষ্ট করুন এই "Patch" ফাইল। অতঃপর এটি ওপেন করুন। নিচের মত একটি চিত্র দেখতে পাবেন।
বড় করে দেখতে চাইলে.....
চিত্রটিতে দেখানো স্থান, মানে "Patch" বাটনটি ক্লিক করুন। ব্যস! কমপ্লিট আইডিএম আজীবন ব্যবহার করার জন্য উপযুক্ত করে তোলা।
এবার হচ্ছে আসল কাজ। ব্রাউজার ইন্টিগ্রেশন!


বড় করে দেখতে চাইলে.....
প্যাচ কমপ্লিট হলে আইডিএম ওপেন করুন। এবং প্রথমে "ডাউনলোড"(১) মেন্যুতে ক্লিক করুন। সেখান থেকে "অপশন"(২) ক্লিক করুন। এরপর যে উইন্ডোটি আসবে, সেখানে দেখুন, "Use advanced browser integration"(৩) আছে। সেটাতে টিকচিহ্ন দিন। এরপর যে মেসেজটি দেখাবে, সেটিতে "ওকে" বাটন ক্লিক করুন। আপনার পিসি রিষ্টার্ট হবে। এরপর আবার একই নিয়মে আইডিএম এর অপশন বের করুন। এবং "Detect new applications that try to download files from Internet"(৪) এ টিকচিহ্ন প্রদান করুন। ব্যস! ইন্টিগ্রেশন সম্পন্ন। এবার আপনি শুধু গুগল ক্রোম কেন, যেকোন ব্রাউজারের মাধ্যমেই আইডিএম দিয়ে ফাইল ডাউনলোড করতে পারবেন!


মনে রাখবেন, (৩) চিহ্নিত কাজটি সম্পন্ন করা হলে, মানে অ্যাডভান্সড ইন্টিগ্রেশনে টিকচিহ্ন প্রদান করার পর আপনার পিসি রিষ্টার্ট হবে কিংবা আপনাকে দিতে হবে। এরপর পিসি আবার চালু হলে তারপর সম্পন্ন করবেন (৪) কাজটি।