১. পাবলিক টয়লেট: তিন ব্যক্তিই হাইওয়েতে একযোগে সংহতি প্রকাশ করছে
২. ছিনতাই: নেদারল্যান্ডের ১৪ বছরের এই বালকটির প্রকাশ্যে দিবালোকে সাইকেল, মোবাইল এবং টাকাপয়সা ছিনতাই হয়েছিল। যথেষ্ট প্রমাণাদির অভাবে পুলিশে রিপোর্ট করেও লাভ হয় নাই। ছয় মাস পরে সে গুগল স্ট্রিট ভিউতে দুই অপরাধীসহ এই ছবিটি আবিষ্কার করে। পুলিশ পরে গুগলের সহায়তায় অপরাধী সনাক্ত করে।
৩. চুরি নাকি সাহায্য: অপর সাইকেলটির মালিক সাইকেলের বদলে হাঁটতে চাইছিল নাকি লোকটি আরেকজনের সাইকেল নিয়া পগার পার....?
৪. মাদক ব্যবসা: ব্রুকলিন ড্রাগ ডিলারদের কয়েকজন, এই মোড়েই তাদের নিয়মিত কার্যক্রম চলে।
৫. সরকারী মাল দরিয়া মে ঢাল
৬. বাঁদরামি: কোন বান্দর মাকড়সার জাল বানায়া রাখছে
৭. আবারও মাদক: এটাও হয়ত ড্রাগ ট্রাফিকিং এর দৃশ্য, অথবা লোকটি হয়ত ভালো মানুষই, কার পার্কিং-এ কাজ করে।
৮. করে কী! : এই ছবির পিছনে অনেক সম্ভাবনা থাকতে পারে। অনুপ্রবেশ? চাবি হারায়া ফেলছে?
৯. অশ্লীল অশ্লীল: যারা তাকায়া তাকায়া দেখতেছিল, গুগল তাদের চেহারা ঝাপসা করে দিলেও, ঐ লোকটির পূর্ণ চাঁদ অবিকৃতই থেকে যায়!
১০. প্রকৃতিতে প্রাকৃতিক কর্ম: আংকেল! একেবারে ন্যাচারাল।
১১. অসভ্য: এই ব্যাটা হয় নগ্ন হয়ে আছে, নাহয় শর্ট খাকি প্যান্ট পড়ে আছে।
১২. অস্ত্র: এক ছেলে আরেকটা পিচ্ছির দিকে অস্ত্র তাক করে আছে। এইটা হ্যান্ডগান, বিবি গান নাকি প্লাস্টিকের খেলনা?
১৩. প্রদর্শনী: নাকি পেশা?
১৪. শরম নাই: গুগলের ক্যামেরা পুরো সিকোয়েন্স ধরতে পারে নাই কিন্তু ড্রাইভার ব্যাটা সম্ভবত ঠিকই ক্যাপচার করতে পারছে।
১৬. মানুষ চুরি: এটা কি কোন ডেড বডি? দুই ক্রিমিনাল চুরি করে পালাচ্ছে?
১৭. ছবি বানাতে গিয়ে নিজেরাই ছবিতে...
লক্ষ্য করেছেন হয়ত। পনের নম্বর ছবিটা গায়েব। ইচ্ছে করেই দেই নাই। প্রকাশযোগ্য না। দেখতে ইচ্ছে হলে একটু খোঁজলেই পেয়ে যাবেন।
কনটেন্ট আইডিয়া এবং ছবি সৌজন্য: ম্যাশেবল, গুগল।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২