আমি ব্লগ লিখি মূলত - আমার স্মৃতি, আমার চিন্তা-ভাবনা এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। আজ থেকে কয়েক বছর পরে, যখন আমি আমার এই লেখা গুলো দেখবো, তখন যে অনুভূতিটা হবে, সেটা আমি মিস করতে চাই না।
কাজের কথায় আসি, আমি এ পর্যন্ত খুব বেশী পোস্ট লিখি নাই, হাতে গোনা কয়েক টা। সেই লেখাগুলোর মান অবশ্যই বলার মত কিছু না, কোন মতে বমি করা টাইপ ব্যাপার। এটা নিয়ে কোন তর্ক থাকার কথা না, প্রমানিত। যাই হোক, মন কিছুটা খারাপ থাকায় পিসির সামনে বসে মনিটরের দিকে তাকিয়ে ছিলাম। হটাত করে আমি একটা জিনিস আবিষ্কার করলাম - আমি যতগুলো পোস্ট করেছি, তার মধ্যে সবচেয়ে কম গুরুত্বপূর্ন (আমার কাছে) পোস্টটা সবচেয়ে বেশীবার পঠিত হয়েছে। এটা সেই পোস্ট । আবিষ্কার করার পর মনে হলো ব্যাপারটা শেয়ার করা যায়।

সবাইকে ধন্যবাদ।