নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৫ :- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দানের প্রাক্কালে হাজার খানেক বাংলাদেশী তাঁর সরকারের ব্যর্থতা, বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের গ্রেফতার ও হয়রানী, রিমাণ্ডের নামে নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থতা, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলো কর্তৃক সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হাসিনা বিরোধী বিক্ষোভ প্রদর্শন করে।
অন্যদিকে হাসিনা সমর্থকরাও জাতিসংঘের সামনে সমবেত হয় তাঁর প্রতি সমর্থন জানাতে। তবে হাসিনা বিরোধী হাজার খানেক প্রতিবাদ বিক্ষোভকারীর তুলনায় শ’তিনেক হাসিনা সমর্থককে অনেকটা অসহায় মনে হয়েছে।
বিক্ষোভকারীরা খালেদা জ়িয়া, তারেক জিয়া, মাওলানা নিজামী, মাওলানা সাঈদী, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, রফিকুল ইসলাম ও সালাহ উদ্দীন কাদের চৌধুরীর প্রতিকৃতি বহন করে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা, ষড়যন্ত্র ও হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানায়।
মাওলানা সাঈদী মুক্তি আন্দোলন পরিষদের কর্মীরা তাঁর মুক্তির দাবীতে ব্যানার বয়ে আনলে সরকার সমর্থকরা রাজাকার ধ্বনি দেয়। অন্যদিকে বিক্ষোভকারীরা তখন বলে উঠে, “যারা বলে রাজাকার তাদের গালে জুতা মার।” এতে আওয়ামী লীগ সমর্থকরা চুপ মেরে যায় এবং আর রাজাকার ধ্বনি দেয়নি।
বিক্ষোভে বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন অংশগহন করে।
আগামীকাল সাঈদী মুক্তি আন্দোলন পরিষদ হোটেল হিলটনের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে যাতে আওয়ামীলীগ সমর্থকরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:৫৯