ইয়োসেফ কোহেন জন্ম গ্রহন করিয়াছিলেন নিউ ইয়র্কের ব্রুকলিনে এক ইহুদী পরিবারে। ঐস্থানেই তিনি বড় হইয়াছেন। পৃথিবীর আর সমস্ত ইহুদীর মতন তিনিও ইহুদীদের স্বপ্নরাষ্ট্র ইসরাইলে আসিবার আকাংখা করিতেন। এবং এইখানে আসিয়া তিনি পরাজিতদের ধর্ম ইসলাম গ্রহন করিয়া মৌলবাদী হইয়া যান, এবং ইউসুফ আল-খাত্তাব নাম ধারণ করেন। একজন নাস্তিক অধ্যাপক রিচার্ড ডকিন্স তাঁহার একখানা সাক্ষাৎকার গ্রহন করিয়াছিলেন। অধ্যাপক ডকিন্সকে ইউসুফ কিছু কথা বলিয়াছেন। আমার বিশ্বাস কথাগুলি আপনাদিগের কাছেও উপাদেয় লাগিবে। নীচের ভিডিওতে দেখুনঃ
জামাত শিবির সুযোগ পেলে আবারও প্রকাশ্যে বাঙালী গণহত্যায় যুক্ত হবে, আওয়ামিলীগের পূনর্বহালের কথা ভাবতে গেলেই এই বিশ্বাসটা দৃঢ় হয়। এই হিসেব মিলাইতে গেলে আপনার রকেট সাইন্স... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশপন্থীরা ভারত ও পাকিস্তানপন্থীদের হাউকাউতে অতিষ্ঠ। ভারত ও ভাদা রা মনে করে ১৯৭১ সালে ভারত বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সহায়তা করে স্বাধীনতা এনে দিয়েছে। অন্যথা বাংলাদেশ স্বাধীন হতো না।... ...বাকিটুকু পড়ুন
ভারত ও পাকিস্তানের মধ্যে আকস্মিক সামরিক সংঘাতের চার দিন পর দুই পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হলেও যুদ্ধক্ষেত্রের কিছু গুরুত্বপূর্ণ দাবি এখনো অমীমাংসিত রয়ে গেছে।