আমার প্রিয় রঙ কালো। হ্যা, কালো। কালো আধারের রঙ, কালো রাতের রঙ। আধার আমি অনেক পছন্দ করি। আধার আছে বলেই আলোর অস্তিত্ব এত বিস্ময়কর মনে হয়, এত ভাল লাগে। আধার না থাকলে আলোর উপস্থিতি অর্থহীন, আলোর উপস্থিতি বুঝতে হলে প্রথমে আধার কে বুঝতে হবে। তেমনি রাত আছে বলেই দিনের এত গৌরব, এত সৌন্দর্য্য!
কথা হচ্ছিল যদিও কালো রঙ নিয়ে। কালো শোকের রঙ, কালো মৃত্যুর রঙ। শোক আছে বলেই কিন্তু তা কাটিয়ে ওঠার প্রেরণা আছে, মৃত্যু আছে বলেই জীবন আমাদের কাছে এত উপভোগ্য, এত আরাধ্য।
কালো নিরাশার রঙ, কালো ব্যর্থতার রঙ। নিরাশাই আশায় বুক বাধতে শেখায়, ব্যর্থতা সফল হবার অনুপ্রেরণা দেয়।
কালো গভীর কষ্টের অনুভুতির রঙ। যে কষ্ট শক্তি যোগায় ঘুরে দাড়াবার। কালো স্বপ্নভঙ্গের রঙ। যে স্বপ্ন ভেঙ্গে যায়, তা কী আর ফিরে আসে? আসুক বা নাই আসুক, আমরা তবুও আশা ছাড়ি না।
কালো ছায়ার রঙ। যে ছায়া আমাদের অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ, সর্বদা আমাদের সাথে থাকে, মৃত্যুর আগে কখনো এক মূহুর্তের জন্যও ছেড়ে যেতে পারে না। যে ছায়া থেকে আলাদা হওয়ার মানে জীবন কে দুই অংশে ভাগ করে ফেলা।
প্রেয়সীর মেঘ রঙ চুল আমার কাছে পরম আরাধ্য। কোন স্বর্ণকেশী নীলনয়না দেবী আমার প্রেয়সীর আসনে আসীন নয়, সেখানে কেবল কালোকেশী এক অস্থির অপ্সরীর নিয়ত পদচারণা।
কালো আমার কাছে প্রেরণার রঙ, উপলব্ধির রঙ। তাই আমার প্রিয় রঙ, কালো!
এই লেখাটা তাদের জন্য, কারণে বা অকারণে যাদের প্রিয় রঙ কালো।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮