
আজ খুব সকালেই আমাদের মন বিষন্ন হবে
আজ খুব সকাল থেকেই অল্প অল্প করে বৃষ্টি হব
আজ সারাদিনই মেঘের সাথে সূর্যের লুকোচুরি হবে
আজ বাড়ির কোনের কুচুগাছে পাতায় কয়েক ফোঁটা জল জমবে
আজ একটু দেরি করে পাখিরা ডানা ঝাপটাবে
আজ খোকাবাবু রঙ্গিন ছাতা নিয়ে বেরোবে
আজ বাবার কালো প্যান্টে কাদা লাগবে
আজ আমাদের বাসায় খিচুরি রান্না হবে
আজ বাসগুলোর জানালা বন্ধ থাকবে
আজ কিছু পথচারী শিশুর হাত থেকে ফুলের সৌরভ ছড়াবে
আজ নগরীর কোথাও কিছু ভুল রঙ্গের ফুল ফুটবে
আজ খুব মন খারাপ করা বাতাস বইবে
আজ গাছগুলো চুপচাপ বৃষ্টির সাথে ভিজবে
আজ ল্যাম্পপোষ্টটা একাকী আলো দিয়ে যাবে
আজ জীবনের কিছু ভুল আমাদের ভাবাবে
আজ পুরোনো স্মৃতিরা জেগে উঠবে
আজ পৃথিবীর কোন এক কোনে
কোন একটি মানুষের একটু একটু মন খারাপ হবে....
...... ব্লগে বহুদিন, বহুমাস [বলতে গেলে প্রায় তিন বছুর পরে] একটা পোষ্ট লিখলাম...সময়ের কি অদ্ভুত খেয়াল, ভাবতে গেলে আমি নিজেই অবাক হই...যা হোক, সবাই কেমন আছেন?
১. ০৩ রা জানুয়ারি, ২০১২ সকাল ৮:৩৮ ০