
ইন্টারনেট এক্সপ্লোরারে ত্রুটি সংশোধন করেছে মাইক্রোসফট। এইজন্য তারা সিকিউরিটি প্যাচ ছেড়েছে। কিন্তু ঝামেলা যা হওয়ার তা আমার ইতোমধ্যেই হয়ে গেছে। আমার বেশ কয়েকটা ওয়েব সাইটের পাসওয়ার্ড হ্যাকাররা হ্যাক করেছে।(আমার মত নাদান মানুষের পাসওয়ার্ড নিয়া টানাটানি কইরা কি মজা পাইলো তারা??)। এর মাঝে আবার সামহয়ার ইনের পাসওয়ার্ডও চেঞ্জ করে দিয়েছিল।যাই হোক, শেষ পর্যন্ত আবার ই-মেইলের মাধ্যমে রিট্রিভ করা হয়েছে। সা.ইন এর পাসওয়ার্ড রিট্রিভ অপশনটাও বেশ ভালোই লাগল। এদিকে আরো কত ডাটা যে কোনখান থেকে চুরি হয়েছে আল্লাহ মালুম!! আবার কয়েকদিন থেকে নেট এর স্পীডও চরম খারাপ, সাবমেরিন লাইন কাটা পড়ায়। মজার একটা ব্যাপার কি জানেন? ইন্টারনেট এক্সপ্লোরারে ত্রুটি নিয়ে আমি ব্লগার ডট কম এ একটা পোষ্ট দিয়ে সবাইকে সতর্ক হতে বলেছিলাম, আমিও সতর্কই ছিলাম, কিন্তু আমি নিজেই ধরা খেলাম ঠিকই!(একেই মনে হয় বলে ওস্তাদের মাইর শেষ রাইতে!


সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩২