কোনো সন্দেহ নাই, তার বক্তৃতা লিডারশিপের ক্লাসে পড়ানো হবে। প্রধানমন্ত্রী হিসেবে তার বক্তৃতার ধোঁয়াশা নিয়ে অনেক আলোচনা হবে। কোনো প্রতিশ্রুতি উচ্চারণ না করেও কিভাবে শুধু সুন্দর শব্দ জোড়া লাগিয়ে জনগণকে সন্তুষ্ট করা যায় তার এক উজ্জ্বল উদাহরণ টনি ব্লেয়ার। তবে আজ তার বিদায়ের ভাষণটা আমার কাছে অন্যরকম শুনিয়েছে।
সবচে' আবেগঘন যে বাক্যটা ছিল, যার পর সবচে' তালি পড়েছে এবং টনি ব্লেয়ার থেমে ছিলেন অনেকক্ষণ তালি থামার জন্য সেটি হলো, Hand on my heart, I did what I thought was right.
নেতৃত্বের গুণাবলী টনি'র ছিল অসাধারণ। দশ বছর পর যখন তিনি আজ যাওয়ার ঘোষণা দিচ্ছেন তখনও অনেক মানুষ চাচ্ছে না টনি এখনই বিদায় নেন।
টনি বললেন, দেশের স্বার্থ ছিল আমার কাছে সবচে' বড়। সুতরাং আমি তাই করেছি যা আমাদের দেশের জন্য করা উচিত ছিল। এবং এখানে টনি কসোভো, আফগানিস্তান ও ইরাকে ব্রিটেনের হস্তক্ষেপের দায়-দায়িত্ব স্বীকার করলেন স্পষ্ট করে।
বললেন, আমি হয়তো ভুল সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু দেশের দিকে চেয়ে ঐটাই আমার কাছে সঠিক মনে হয়েছে।
নেতাদের কাজ হচ্ছে জাতির গুরুত্বপূর্ণ সময়ে সিদ্ধান্ত দেয়া। টনি উল্লেখ করেন যে, সন্দেহ, ইতস্তত: করা, বিবেচনা, পুনর্বিবেচনা এগুলো সঠিক সিদ্ধান্ত নিতে কাজে দেয়, কিন্তু নেতা হিসেবে যে কাজটি করতে হয়, তা হলো সিদ্ধান্ত দেয়া।
টনি ব্লেয়ার আগামী ২৭ জুন প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, কিন্তু তার নেতৃত্ব অনেকদিন মনে রাখবে ব্রিটেন, অন্তত: লেবার দল। টনিই একমাত্র লেবার নেতা যার নেতৃত্বে তিনটি সাধারণ নির্বাচন জিতেছে লেবার দল।
"হ্যান্ড অন মাই হার্ট, আই ডিড হোয়াট আই থট ওয়াজ রাইট"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩৪টি মন্তব্য ০টি উত্তর


আলোচিত ব্লগ
শাহ সাহেবের ডায়রি ।। অন্ধকারাচ্ছন্ন আগামী
গেলো কদিন যমুনা , কাকরাইল মোড় , শাহবাগ , নগরভবন মিলিয়ে যে হাউকাউ সৃষ্টি হয়েছে যা অপ্রত্যাশিত । কি হবে আমাদের , দেশের ?? কি মনে হয় ব্লগারগন ? প্রকাশ... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ তার সাথে দেখা হবে কবে
দুপুরবেলা শপিংমলটা প্রায় খালি চুপচাপ, সবাই যে যার মত লাঞ্চ করতে গিয়েছে। এসির ঠান্ডা বাতাস থাকতেও একরকম অলস গরমের আস্তরণ লেগে আছে চারপাশে। কাঁচের দেয়ালের ওপাশে রোদের ঝলকানি... ...বাকিটুকু পড়ুন
ব্লগার ' জানা ' এখন কেমন আছেন ?
ব্লগার 'জানা' সবশেষ যখন সামুতে লিখেছিলেন তখন ব্লগে আমার নিকের অস্তিত্ব ছিলো না। প্রায় একবছর পাঁচ দিন গত হয়েছে উনার নতুন কোনো ব্লগ সামুতে আসেনি। বর্তমানে... ...বাকিটুকু পড়ুন
ক্ষমতা না নৈতিকতা: ইশরাক হোসেন ও বিএনপির সামনে আসল চ্যালেঞ্জ কী?
সম্প্রতি আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচন অবৈধ ঘোষিত হওয়ার পর, বিএনপি নেতা ইশরাক হোসেনের সামনে এক নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। আদালতের রায় তাঁর পক্ষে গেলেও,... ...বাকিটুকু পড়ুন
এনসিপি নেতা হান্নান মাসউদ কেন পঁচা শামুকে পা কাটেন ?
এনসিপি নেতা হান্নান মাসউদ কে তার দলের পক্ষ থেকে শোকজ করা হয়েছে। গত রোববার রাতে ধানমন্ডিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন কর্মীকে ' মাস্তানি ও মব সন্ত্রাস ' সৃষ্টির অভিযোগে... ...বাকিটুকু পড়ুন