আমার বক্তব্য ছিল যে আমি টেস্ট করার জন্য মদ খাব,নেশার জন্য না। আর আমার বন্ধুর বক্তব্য ছিল যে টেস্ট করার জন্যও হারাম জিনিস খাওয়া ঠিক না। এক-দুই কথায় আমি বলে বসি বিড়ি ফুঁকাও হারাম কারণ এটা নেশাজাত দ্রব্য। এ কথাতে আমার বন্ধুর মাথায় আগুন জ্বলে যায়। তার এক কথা সে নাকি নেশা করে সিগারেট খায় না। তাই তার সিগারেট খাওয়া হারাম না।
শুধু তাই নয়, আমি যত বলি এটা হারাম সে তত রেগে গিয়ে তার পরিচিতি মন্ডলের যত নামাজী মানুষ বিড়ি ফুঁকে, তাদের উদাহরণ দেয়। ঘটনা যখন সিরিয়াস আকার ধারণ করে তখন আমাদের অপর রুমমেটের মধ্যাস্হতায় বিষয়টির ইতি ঘটে।
কেবল আমার বন্ধুই নয় আমি এরকম একজন হুজুরকেও চিনি যিনি ধুমপায়ী ও যার মতে ধুমপান হারাম না। এ ব্যাপারে ধর্ম আসলে কি বলে হঠাৎ জানতে ইচ্ছা হলো।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৭ সকাল ১১:২২