আল্লাহ তায়ালা যে তার উপস্থিতি কত স্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দেন!! কিন্তু নাস্তিকরা তা বুঝে না। কারণ তাদের চোখ আছে কিন্তু তা দ্বারা তারা দেখে না, কান আছে কিন্তু শুনে না, অন্তর আছে কিন্তু চিন্তা করে না। অর্থাৎ তাদের সব এণ্টেনাই অকেজো হয়ে গেছে।
এখন যে জিনিস অকেজো হয়ে যায় তাকে কি করা হয়? মনে করুন আপনার বাসার সিলিং ফ্যান অকেজো হয়ে গেছে। ওটাকে কি করবেন? প্রথমে দু'চারদিন ট্রাই করবেন ঠিক করা যায় কিনা। মিস্ত্রী দেখাবেন। ঠিক হলে আবার সে ফ্যানটি থাকবে মাথার উপরে। তাকে আবার পরিষ্কার করবেন, বিদ্যুৎ খাওয়াবেন। আর যদি ঠিক না হয়?
দিয়ে দেবেন ভাঙ্গারীওয়ালাদের কাছে। তারা সেটাকে পায়ের নীচে ফেলে ওটার পাখাগুলোকে মুচড়িয়ে গোল বানিয়ে ফেলবে। ওটার পেটের ভেতরের মোটরের তার-মার খুলে ছুঁড়ে ফেলবে এক জায়গায়। আর ডান্ডি খুলে ছুঁড়ে মারবে আরেক জায়গায়।
ঠিক একইরকম ঘটনা ঘটবে আমাদের সাথেও। যদি আমরা মালিকের কাজ ঠিকমত করি তবে আমাদের জান্নাতে নেওয়া হবে। সেখানে আমাদের সব প্রয়োজন পূরণ করা হবে।
আর যদি আমরা নষ্ট হয়ে যাই, যে উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করা হয়েছে (তার ইবাদত করব ও দুনিয়াতে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করব) - সে কাজই যদি আমরা না করি,
তাহলে আমাদেরকেও জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে, আগুনের তাপ দিয়ে পেটের নাড়িভূড়িগুলোকে বের করে ফেলা হবে আর মাথার মগজগুলো টগবগ করে ফুটতে থাকবে।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪