৮ব্রান্ড এ দুধে মেলামিন। বাকি অন্যান্য দুধে মেলামিন আছে কি নাই তা পরীক্ষা করা হয়নি। একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে মায়েরা প্রায় প্রশ্ন করেন তা হলে আমার বাচ্চাকে কি খাওয়াবো। এর উত্তর একটাই। শিশুকে ৬ মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ান এবং ৬ মাস পুর্ন হলে বুকের দুধের পাশাপাশি অন্যান্য শক্ত খাওয়ার খেতে দিন।
কেন আপনার শিশুকে বুকের দুধ খাওয়াবেন??
এটা একটা স্বাভাবিক নিয়ম মানুষের বাচ্চা তার মায়ের দুধ খাবে আর গরুর বাচ্চা গরুর দুধ খাবে।
আসুন একটু দেখি মায়ের দুধ খাওয়ালে আর কি কি লাভ হয়।
শিশূর লাভ ঃ
১)মায়ের দুধে এমন কিছু রোগ প্রতিরোধ কারী উপাদান রয়েছে যা শিশুকে ডায়রিয়া, স্বাসতন্ত্রের প্রদাহ থেকে রক্ষাকরে। যে সব শিশু বুকের দুধ খায় তাদের কানের ইনফেকসন কোটার দুধ খাওয়া শিশুর তুলনায় অনেক কম হয়।
২)শিশু মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম।
৩) শিশুর দাতের সমস্যা কম হয়।
৪) প্রতিদিন মল ত্যাগে কোন সমস্যা হয়না।
৫) সঠিক তাপমাত্রায় পাওয়া যায়।
৬) এলার্জিক সমস্যা কম হয়।
৭) পরবর্তি জীবনে উচ্চরক্তচাপ এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম।
৮) মা এবং শিশুর মধ্যে বন্ডিং বা মায়ামমতার সম্পক্র গড়ে উঠতে সাহায্য করে।
মায়ের লাভ
১)মায়ের প্রসবউত্তর রক্তক্ষরন কমায়।
২)জরায়ু তাড়াতাড়ি পুর্বাবস্থায় ফিরে যেতে সাহায্য করে।
৩)গর্ভকালিন সময়ের বাড়তি চর্বি কমাতে সাহায্য করে যার ফলে মা এর মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা কম।
৪)স্তনের ক্যানসার হওয়ার সম্ভাবনা কমে যায়।
৫)চাহিবা মাত্র পাওযা যায় দুধ তৈরী করার জন্য সময় ব্যায় করতে হয়না।
৬) টাকা পয়সা খরচ করতে হযনা।
পরিবার এবং সমাজের লাভ
কোটার দুধ কিনতে যে পরিমান টাকা ব্যয় হয় তা দিয়ে পরিবারের অন্যান্য খরচ সামলানো যায়। আর অসুস্থতার জন্য যে পরিমান ব্যয় হতো তা তো বেচেই গেলো।
মায়ের দুধ ও কিছু প্রশ্ন??
অনেক মা ই বলেন তাদের দুধ প্রর্যাপ্ত নয়, তারা বলেন একটু পর পর বাচ্চা খাওযার জন্য কান্না করে। তাই বাধ্য হয়ে কোটার দুধ দিতে হয়।
কিন্তু এটা ঠিক নয়। হয়তো তারা সঠিক নিয়মে দুধ দিচ্ছেন না। প্রর্যাপ্ত দুধ পাওয়ার জন্য সঠিক পজিসন প্রয়োজন।
ছবি ১
সঠিক পজিসন। স্তনের বোটা এবং এর চারিদিকের কালো অংশ বাচ্চার মুখের ভিতরে থাকবে।
ছবি ২
ভুল নিয়ম। শুধুমাত্র স্তনের বোটা মুখের মধে।
একটু পরপর বাচ্চা খাওযার জন্য কান্না করার আরএকটি কারন হলো বেশীরভাগ মা ৫মিঃ এক স্তন ৫ মিঃ অন্য স্তন খেতে দেন। এটাও ঠিক নয়। মায়ের দুধের ১ম ভাগের অংশে পানি এবং কার্বোহাইড্রেট এর পরিমার বেশী এবং আমিষ এবং চর্বির উপাদান কম যা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় এবং শিশুর তাড়াতাড়ি খিদা পায়। দুধের শেষের অংশে আমিস এবং চর্বির পরিমান বেশী যা অনেক্ষন পেটে থাকে। আর তাই শিশু যতক্ষন খেতে চায় তাকে এক স্তন থেকে দুধ দিতে হবে তারপর যদি শিশু স্তন ছেড়ে দিয়ে খাওয়ার জন্য কাঁদে তখন অন্য স্তন থেকে দুধ দিতে হবে। পরবর্ত্তিতে আবার দেয়ার সময় যেটা দেওযা হয়নি অথবা যেটা পরে দেওয়া হয়েছে সেটা দিয়ে শুরু করতে হবে।
আলোচিত ব্লগ
Grameen Phone স্পষ্ট ভাবেই ভারত প্রেমী হয়ে উঠেছে

গত কয়েক মাসে GP বহু বাংলাদেশী অভিজ্ঞ কর্মীদের ছাটায় করেছে। GP র মেইন ব্রাঞ্চে প্রায় ১১৮০জন কর্মচারী আছেন যার ভেতরে ৭১৯ জন ভারতীয়। বলা যায়, GP এখন পুরোদস্তুর ভারতীয়।
কারনে... ...বাকিটুকু পড়ুন
কম্বলটা যেনো উষ্ণ হায়

এখন কবিতার সময় কঠিন মুহূর্ত-
এতো কবিতা এসে ছুঁয়ে যায় যায় ভাব
তবু কবির অনুরাগ বড়- কঠিন চোখ;
কলম খাতাতে আলিঙ্গন শোকাহত-
জল শূন্য উঠন বরাবর স্মৃতির রাস্তায়
বাঁধ ভেঙ্গে হেসে ওঠে, আলোকিত সূর্য;
অথচ শীতের... ...বাকিটুকু পড়ুন
ইউনুস সাহেবকে আরো পা্ঁচ বছর ক্ষমতায় দেখতে চাই।

আইনশৃংখলা পরিস্থিতির অবনতি পুরো ১৫ মাস ধরেই ছিলো। মব করে মানুষ হত্যা, গুলি করে হত্যা, পিটিয়ে মারা, লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা, পুলিশকে দূর্বল করে রাখা এবং... ...বাকিটুকু পড়ুন
হাদির যাত্রা কবরে, খুনি হাসছে ভারতে...
হাদির যাত্রা কবরে, খুনি হাসছে ভারতে...

হ্যাঁ, সত্যিই, হাদির চিরবিদায় নিয়ে চলে যাওয়ার এই মুহূর্তটিতেই তার খুনি কিন্তু হেসে যাচ্ছে ভারতে। ক্রমাগত হাসি।... ...বাকিটুকু পড়ুন
হাদিকে মারল কারা এবং ক্রোধের আক্রশের শিকার কারা ?
হাদিকে মারল কারা এবং ক্রোধের আক্রশের শিকার কারা ?
হাদিকে মারল জামাত/শিবির, খুনি নাকি ছাত্রলীগের লুংগির নীচে থাকা শিবির ক্যাডার, ডাকাতি করছিল ছেড়ে আনলো জামাতি আইনজীবি , কয়েকদিন হাদির সাথে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।