উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এর এই মৌসুমের খেলা শুরু হয়েছে গতকাল থেকে। গতকাল ছিল প্রথম রাউন্ডের আটটি খেলা আর আজ বাকি আটটি খেলা। গতকালের খেলা গুলোতে তুলনামূলক ফেভারিটরা জিতলেও আজ হেরে গেছে ইংলিশ জায়ান্ট স্পেশাল ওয়ান মরিনহোর চেলসি ও গতবারের ফাইনালিস্ট চমক জাগানো জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড। বাদবাকি খেলাগুলো তুলনামূলক ফেভারিটরাই জিতেছে। আজকের আটটি খেলাতে মোট গোল হয়েছে ২৩ টি এবং কোনো খেলায় পয়েন্ট ভাগাভাগি হয়নি। কিন্তু গতকালের আটটি খেলাতে মোট গোল হয়েছিল ৩০ টি এবং একটি খেলায় পয়েন্ট ভাগাভাগি হয়েছিল।
আজকের খেলা গুলোর ফলাফলঃ
বার্সালোনা ৪ - আয়াক্স ০
মেসির হ্যাট্রিকে নিজেদের মাঠে বড় জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সালোনা। খেলার ২২, ৫৫, ৭৫ মিনিটে তিনটি গোল করেন মেসি আর বাকি গোলটি এসেছে পিকের পা থেকে ৬৯ মিনিটে। চার গোল খাওয়ার পরে আয়াক্স একটি গোল ফেরত দেওয়ার সহজ সুযোগ পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারে নি।
এসি মিলান ২ - সেল্টিক ০
ইতালিয়ান ক্লাব এসি মিলান নিজেদের মাঠে জয় পেয়েছে স্কটিস ক্লাব সেল্টিকের বিরুদ্ধে। মিলানের পক্ষের প্রথম গোলটি আত্মঘাতি খেলার ৮২ মিনিটে, অন্য গোলটি এসেছে ঘানার মিডফিল্ডার মুনতারির পা থেকে।
অ্যাটলেটিকো মাদ্রিদ ৩ - জেনিত ১
স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ঘরের মাঠে জয় তুলে নিয়েছে রাশান ক্লাব জেনিত এর বিরুদ্ধে। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে গোল করেছে মিরান্ডা (৪০') তুরান (৬৪') ও ব্যাপটিস্টা (৮০'), জেনিতের হয়ে একটি গোল ফেরত দিয়েছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার হাল্ক (৫৮')
আস্ট্রিয়া ভিয়েন ০ - পোর্তো ১
পর্তুগিজ ক্লাব 'পোর্তো' গঞ্জালেসের ৫৫ মিনিটের একমাত্র গোলে হারিয়েছে আস্ট্রিয়ান ক্লাব আস্ট্রিয়া ভিয়েনকে তাদের ঘরের মাঠে।
নাপোলি ২ - বুরুসিয়া ডর্টমুন্ড ১
ইতালিয়ান ক্লাব নাপোলি হিগুয়েন (২৯) ও ইনসাইগিন! (৬৭) এর গোলে হারিয়েছে জার্মান ক্লাব ডর্টমুন্ডকে। খেলার অন্য গোলটিও নাপোলির দেওয়া তবে সেটা নিজেদের জালে। খেলার ৮৭ মিনিটে জুনিজা বল ক্লিয়ার করতে গিয়ে জড়িয়ে দেন নিজেদের জালে। আর ডর্টমুন্ড খেলার দ্বিতীয়ার্ধ খেলেছে ১০ জন নিয়ে। প্রথমার্ধের শেষ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন গোলকিপ[আর ভেইডেনফেলার (Weidenfeller)
অলিম্পিক মার্শেই ১ - আর্সেনাল ২
ফ্রেঞ্চ ক্লাব মার্শেই হেরে গেছে নিজেদের মাঠে নতুন করে জ্বলে ওঠা ইংলিশ ক্লাব আর্সেনালের কাছে। আর্সেনালের হয়ে গোল দুটি করেছেন ওয়ালকট (৬৫') ও রামসে (৮৪'), আর শেষ সময়ে পেনাল্টি থেকে একটি গোল ফেরত দিয়েছে আইয়ো।
চেলসি ১ - বাসেল ২
ইংলিশ জায়ান্ট চেলসি তাদের ঘরের মাঠে হেরে গেছে সুইস ক্লাব বাসেলের কাছে। খেলার ৪৫ মিনিটের মাথায় অস্কারের গোলে এগিয়ে গেলেও হেরে গেছে ৭১ ও ৮১ মিনিটে মিশোরের স্ট্রাইকার মোহাম্মদ সালেহ ও সুইস স্ট্রাইকার স্ট্রেলার এর গোলে।
শালকে04 ৩ - স্টুয়া বুখারেস্ট ০
জার্মান ক্লাব শালকে জিরো ফোর ঘরের মাঠে হারিয়েছে রোমানিয়ান ক্লাব স্টুয়া বুখারেস্ট কে। শালকের পক্ষে গোল করেছে জাপানিজ উচিদা (৬৭') ঘানার প্রিন্স বোয়েটাং (৭৮') ও জার্মানির ড্রাক্সলার (৮৫)।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৪