তোমাকে নিয়ে ভীন গ্রহে গড়বো আবাস
এ সৌর জগতের শেষ পার্থিব গ্রহে-
সকল লোকচক্ষুর অন্তরালে-
শ্যাওলা রঙ অলিম্পাস মন্সের গুহায়
নিবাস হবে আমাদের-
পাহাড়ের গাঁয়ে একে দেবো বুনো লতাপাতা
ফুটাবো ফুল সে প্রানহীন প্রস্তরে-
জলহীন, বায়ুহীন, পলিমাটিবিহীন সে শিলারাজ্যে
আমরা হবো প্রথম মর্ত্যবাসী......
ভ্যালিস মেরিনারিসের গিরিখাতের
অপার সৌন্দর্য্যের মাঝে
প্রথম মিলিত হবো আমরা -
রক্তিম ব্যাসল্ট আর এন্ডেসাইটের মালা
দুলবে তোমার গলে-
নিক্স অলিম্পিকার শীতল স্পর্শ
ছুঁইয়ে যাবে তোমার সুতীব্র শিরদাঁড়া
নিরাবরণ থরথর কম্পিত তনু, কামাতুর নীলাভ ওষ্ঠ
শুষে নেবে প্রগাঢ় চুম্বন, দীর্ঘ থেকে দীর্ঘতর হবে-
শোষিত নির্যাসের আদিম উন্মাদনায় উন্মাতাল
আমরা হবো লাল গ্রহের প্রথম অভিবাসী।
বল্গাহীন, ফল্গুধারায় ভেসে যাবো
দ্বিধাহীন, বাঁধাহীন-
মনুষ্য সৃষ্ট বিঁধি নিষেধের বালাইহীন স্বেচ্ছাচারিতা-
নির্ভয়ে নির্ভাবনায় ভাসবো আমরা-
শুস্ক নদীর বুকে জাগাবো জোয়ার
আবার হাসবে সেখানে ফুল ও ফসল
জাগবে শিশুর কলোরোল
পাখিরা গাইবে গান ---
মৃত সঞ্জীবনী সুধাস্পর্শে লাল গ্রহ হবে
সবুজ .......শ্যামল.......প্রেমময়......
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭