স্বপ্নে আমাদের একটি নীড় আছে
বাবুই পাখির নীড়-
ছিমছাম, শিল্প কারুকার্য্যময়
নীড়ে বসে আমরা দোল খাই, খুনসুটি করি
প্রত্যহ বা রোজ রোজ সকাল এবং বিকেল।
স্বপ্নে তুমি বড় প্রেমময়ী
শাড়ি পরো ঘন সবুজ কিংবা নীল
চা এক্সপেরিমেন্ট করো নিত্য নতুন
পুদিনা চা কিংবা মিন্ট টি
নিজ হাতে বানাও কলিজা সিঙাড়া উইথ কালিজিরা
রোজ বিকেলে বারান্দার টিপয়ে সাজিয়ে দাও
পরিপাটি টিকোজি ঢাকা সাদা ধপধপে কেটল
বারান্দার গ্রীল বেয়ে ওঠে লকলকে মানিপ্লান্ট
সামনের রাস্তা জুড়ে লাল কৃষ্ণচূড়া ছড়ানো পরিপাটি পথ
দেবদারু সারি দাঁড়িয়ে রয় স্থবির- সারে সারে
স্বপ্নে জীবন বড় সুন্দর- বয়ে চলে।
দরজায় উইন্ডচাইম দোলে টুংটাং
তোমার গুনগুন গান সুর তোলে
ভেসে আসে মধুচন্দ্রিমা রাত- শুধু দুজনের-
তোমার নখে রঙ করা কিংবা চুল আঁচড়ানোর
সময়টুকু বড় মনোরোম-
ভালোবাসতে ইচ্ছে করে
থামিয়ে দেই পৃথিবীকে-
মাতি উত্তাল স্রোতে-
স্বপ্ন বড় আগ্রাসী সুন্দর।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯