প্রিয়তমা আমি আবার যাবো নির্বাসনে
প্রেমহীন মরুময় পাতাঝরার দিনগুলো কেটে যাবে
তোমার এক আকাশ অবহেলা আর উপেক্ষাকে সঙ্গী করে।
তোমার ওষ্ঠের নিষ্ঠুর হাসি পুঁজি করে আমি বুঁদ হয়ে রবো।
ফের আবারও আমি নির্বাসনে যাবো।
তোমার ভ্রমরকালো চোখ হতে চেয়েছিলাম কালোটুকু
তুমি তাকালে না আমার দিকে
আমার সন্মোহনী চোখে তাকাবার সাহস পেলেনা তুমি
নতুবা সাধ্য কি তোমার
আমাকে উপেক্ষার?
প্রিয়তমা ভীতা হরনীর মত
তুমি বার বার প্রত্যাখান করেছো আমার প্রেম
স্থলপদ্মপাতায় কাঁপে যেমন একফোটা জল
টলটল করেছে তোমার হৃদয় ঠিক তেমনি
টুপ করে ঝরে পড়ায় আগেই সামলে নিয়েছো নিজেকে।
প্রিয়তমা বড় হিসেবী তুমি
এত হিসেব কষে কি হবে বলোতো?
একবার বেহিসেবী হয়ে দেখো জীবন কত সুন্দর, আনন্দময়
দুঃখী এই ব্যাঘ্রশাবকের চোখে একটাবার রাখো চোখ
তোমার জন্য হিংস্র এ দুচোখে জমেছে অশ্রু।
প্রগলভ বাক্যের তীক্ষ্ণ ছুরি
বিঁধিয়েছো এই বুকে বারংবার,
অযথা কষ্ট দিতে এই আমাকে
পরিনামে কি পেয়েছো বলোতো?
প্রিয়তমা তোমার সব অপ্রাপ্তি নিয়ে আমি ফের নির্বাসনে যাচ্ছি।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৮