চল তোকে সাজাই অমূল্য আভরণে
পৃথিবীর সব সুন্দর ঢেলে দেই তোর নিরাভরণ অঙ্গে
চোখ মুদে বস তুই
শুইয়ে দেই তোকে কোমল শ্যামল তৃণশয্যায়...
সাত রঙ প্রজাপতি গুঁজে দেই তোর ভ্রমর কালো চুলে।
কপালে পরাবো কাঁচপোকার টিপ
কানে ঝোলাবো একরাশ জোনাকির ঝিকিমিকি।
গলায় দোলাবো পূর্নিমা তিথির চন্দ্রহার
চন্দ্রবোড়ার সাজ পেচিয়ে থাকুক তোর ক্ষীন কটিদেশে
মৃগনাভীতে শোভা পাক একটি ঝকমকে রূপালী সন্ধ্যাতারা
তোর অপরুপ জঙ্ঘা ঘিরে ফুটুক বুনো পদ্ম
নিতম্বে নামুক সুশীতল ঝর্নাধারা
মৌমিতাল আবেশে হারাবো আমি।
শঙ্খ সফেদ পদ্মপাতা চরণে ঢেলে দেবো
এক ফোটা রক্তরাগ
এই হৃদয় চিরে...
সুতীব্র চুম্বনে শিহরিত করে তুলবো তোর পদতল...
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৫