ঠিক এইখানে বসে আছি আমি
অ-ন-ন্ত-কা-ল!
প্রোথিত বৃক্ষের মত...
শীত, গ্রীস্ম, বর্ষার ঝড়, ঝঞ্ঝা, জল
বয়ে গেছে, ক্ষয়ে গেছে অবিরল,
আমার মূল, কান্ড, শাখা এবং প্রশাখায়
তবুও আশ্চর্য্য অবাক বিমূঢ় নির্লিপ্ততায়
অনঢ় থেকেছি আমি-
শুধু তোমার জন্য।
এইখানে আসো তুমি বস তুমি
আমার ছায়াতলে,
কখনওবা দোল খাও
ঝুল খাও আমার শাখায়,
কিশোরী চপলতায়
কথা কও প্রগলতায়
একাকী আনমনে ।
তারপর ফিরে যাও
দূরে যাও চলে-
নিষ্ঠুর কোনো অজানা অপ্রান্তে
যেতে যেতে প্রতিবার
তীক্ষ্ণ ছুরিফলায়
কেটে কেটে লেখো নাম
আমার বাকল হৃদয়ে।
তবুও অবাক নির্লিপ্ততায়
সয়ে যাই আমি
তোমার সকল নিষ্ঠুরতা,
বয়ে যাই শত শীত, গ্রীস্ম বা বরষার দৌরাত্ব
ক্ষয়ে যায় আমার মূল, কান্ড, শাখা এবং প্রশাখা
তবুও আমি ঠায় বসে থাকি ঠিক একইস্থানে
যুগ যুগ ধরে প্রোথিত বৃক্ষের ন্যায়।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:২০