রাজীব আর মীনা ঈদের শপিং করতে কলকাতা গেছে।
এয়ারপোর্টে রাজীবের চেকিং শেষ।
মীনার চেকিং করার সময় বিভিন্ন প্রশ্ন করছে দুই কাস্টমস অফিসার।
প্রথম কাস্টমস অফিসারঃ আচ্ছা, ম্যাডাম! শুনেছি আপনাদের ঢাকা জায়গাটা খুব সুন্দর! সত্যি নাকি? একবার দেখতে খুব শখ হচ্ছে।
মীনা লজ্জা পেল, রাগও হল খুব। দাঁতে দাঁত কিড়মিড় করে এক ঘুষি দিয়ে অফিসারের ডান চোখে কালসিটে ফেলে দিল।
কাস্টমস অফিসার হত-বিহবল।

তার পাশের অন্য কাস্টমস অফিসার প্রশ্নটা খেয়াল করলেও ঘুষিটা খেয়াল করে নি।
দ্বিতীয় কাস্টমস অফিসারঃ আচ্ছা, ম্যাডাম! শুনলাম ওখানে নাকি স্পষ্ট দুটি ভাগ আছে, সত্যি নাকি? আমারও দেখতে খুব শখ হচ্ছে।

ফলাফল - তার ডান চোখেও কালসিটে।





সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৪৩