ইচ্ছে করতাছে বিয়াডা কইরাই ফালাই ।
তো এই জন্যে কাজী অফিসেও গেছিলাম . . .
আমি: আসতে পারি ?
কাজী: আসুন ।
...
আমি: ধন্যবাদ ।
কাজী: বসুন এবং বলুন আপনাকে কীভাবে সাহায্য করতে পারি?
আমি: জ্বি . .(ম ম ম) মানে এক জন ছাত্রের বিয়ে করতে কি কি লাগে ?
কাজী: কার জন্য?
আমি: আ আ আমার জন্য ।
কাজী: পাত্রী লাগবে, এস এস সি পরীক্ষার সনদ, দুই জন সাক্ষী , একশ টাকার স্ট্যাম্পের একটা দলিল । আর বাকি থাকে কাবিন নামা । ঐটার ব্যবস্থা আমি করব । বাকী গুলার ব্যবস্থা আপনি করেন ।
আমি: সব ব্যবস্থাই করতে পারব। তয় একটা কথা ছিল ।
কাজী: কী কথা ?
আমি: পাত্রীর এই খানে আসাটা কী জরুরি ? ওরে না জানায়া কাজটা সারা যায় না ? ধরেন ওরে একটা সারপ্রাইজ দিলাম আর কি.......!!!



সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:২২