বিকাল বেলা ইউ টিউবে দেখতে বসলাম। প্রথম সিনেই অপরাধী বাপ্পীকে দেখা গেল হাতকড়া পড়া অবস্হায়। পুলিশের দল তাকে নিয়ে যাচ্ছে। পুলিশের বহরে আছে ১০/১২ টা মোটর বাইক এবং আরও ১০/১২ টা বিলাশ বহুল গাড়ী।জায়গাটা মনে হয় ডিপজলের শুটিং স্পটের কাছাকাছি।এক জন পুলিশ কে দেখা গেল ঘোড়ায় পিঠে। যেতে যেতে বাপ্পী দেখল রাস্তায় ববির অন্য কারো সাথে ছবি। ব্যাস, বাপ্পীর টেষ্টোষ্টেরন হরমোনের মাত্রা এত বাড়ল যে পুলিশগুলা ঘুষি খেয়ে গাড়ী ভেংগে বাইরে। বাপ্পী হাতকড়া পরা অবস্হায় দু হাত উচু করল। সাথে সাথে নিশানা ভুল হয়ে হাতকড়ায় লাগল পুলিশের গুলি। বাপ্পী মুক্ত। হাবা পুলিশটার ঘোড়ায় চড়ে সে পালালো।
৩ মিনিট শেষ। আমি অতি বিরক্ত হয়ে দিলাম বন্ধ করে।
এ প্রসংগে কয়েকটা কথা বলি:
১। বাংলদেশী নতুন ছবির সিনগুলার উপস্হাপনা খুবই নিম্নমানের। এর চেয়ে কাজী হায়াৎ এর মুভি অনেক ভালো।
২। একশন দৃশ্যে নায়কদের অনেক কিছু শিখার বাকী আছে। বুঝাই যায় দড়ি ধরে লাফ দেয়।
৩। তামিল ছবির গেট-আপ ম্যাক-আপ নকল করস ভালো কথা, একটু ভালো ভাবে নকল কর।
৪। এই ধরনের মুভির কলা-কুশলীরাই আবার ভারতীয় ছবির আগ্রাসনের বিরুদ্ধে কথা কয়। আরে বেটা, তোরাই তো নকল করে ভারতীয় সংস্কৃতি নিয়ে আসতাসস। বল কোনটা তোদের সৃষ্টি? আইটেম গানের থিমটাও তো ভারত থেকে আনা।।
৫। পাবলিক এদের হাতে বন্দী। হয় এগুলা নিম্ন মানের মুভি দেখতে হবে , নাইলে ফারুকী গং এর ২ ঘন্টার নাটক।
৬। ভারতীয় ছবি রিলিজ দেবার বিরোধিতা করার কারণ কি? কারণ হলো প্রতিযোগীতায় টিকতে না পারা। মানে পাবলিক খায় না। মানে এরা পরাজিত। প্রতিযোগীতায় ভয়।
৭। এগুলার চেয়ে মান্না, শাকিব খান, আলেকজান্ডার বো এর পুরানো সিনেমা অনেক অনেক ভালো।
৮। ববি, নাতাশা, আচলদের অশ্লিলতা মুনমুন, শাপলা, নদীর চেয়ে বেশী ভয়ংকর
লিংক টা দিলাম । আপনারা নিজে দেখে নিয়েন:
https://www.youtube.com/watch?v=ye6jhSw37T0