বিগত ৭ বছর ধরে ধুমপান করছি, প্রতিদিন ২০ টা খাওয়া হতো। হঠাৎ, ৩/৪দিন আগে সকাল থেকে একটা জিনিস খেয়াল করলাম,
সিগারেটের নেশা জাগছে না, ধুমপান করতেও ইচ্ছা করছে না, গত ৩৬ ঘন্টায় ১ টাও খাইনি যা এই ৭ বছরে প্রথম।
হঠাৎ ধুমপানের ইচ্ছা চলে যাবার কারণ কি? অভিঙ্ দের মতামত দিন প্লিজ। ধুমপান বাদ দেবার কোনো প্ল্যান ছিলো না।
তবে যে পরিবর্তন গুলো লক্ষ্য করছি:
১। শরীর মন অনেক চাংগা লাগছে,
২। শরীরটা ফুরফুরে লাগছে
৩। প্রচুর ক্ষুধা-তৃষ্না পাচ্ছে
৪। শ্বাস প্রশ্বাস কেমন যেন অন্য রকম লাগছে
৫। ঘুম বেটার হচ্ছে।